ইরানের কারাগারে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৮

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, এভিন কারাগারে আগুন জ্বলছে
ছবি: টুইটার

তেহরানের এভিন কারাগারে আগুন লাগার ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ আজ সোমবার এ তথ্য প্রকাশ করেছে। খবর এএফপির।

গত শনিবার রাতে ইরানের এভিন কারাগারে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। ইরানি কর্তৃপক্ষ বলছে, বন্দীদের মধ্যে সংঘষ৴কে কেন্দ্র করে কারাগারে আগুন লাগে। শুরুতে এ ঘটনায় চারজন নিহত হওয়ার কথা জানানো হয়েছিল। তবে আজ ইরানি কর্তৃপক্ষ বলেছে, নিহত মানুষের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে।

আজ ইরানের বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইনে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এভিন কারাগারের আগুনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চার বন্দীর মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে কারাগারে সংঘর্ষ ও আগুন লাগার ঘটনায় নিহত মানুষের সংখ্যা আটে দাঁড়িয়েছে।

গত শনিবার এভিন কারাগারে আগুন জ্বলার সময় ভেতরে গুলি ও বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। ইরানের রাজনৈতিক বন্দী, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের এভিন কারাগারে রাখা হয়ে থাকে।

পশ্চিমা মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এ কারাগারের সমালোচনা করে আসছে। তাদের অভিযোগ, এ কারাগারে বন্দীদের সঙ্গে বাজে আচরণ করা হয়।

ইরানে পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করার সময় আটক হওয়া ব্যক্তিদেরও এ কারাগারে রাখা হয়েছে। চলমান এ বিক্ষোভের এক মাসের মাথায় শনিবার কারাগারটিতে সংঘর্ষ ও আগুন লাগার ঘটনা ঘটে।