সিরিয়ায় আইএসের হামলায় নিহত ১১

২০১৪ সালে সিরিয়ার বড় একটি অংশ দখল করে নেয় আইএসফাইল ছবি: এএফপি

সিরিয়ার রাকা প্রদেশে আজ রোববার আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। তাঁরা মরুভূমিতে ট্রাফল (একধরনের মাশরুম) সংগ্রহ করতে গিয়েছিলেন।

সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। সংস্থাটির ভাষ্যমতে, মরুভূমির ভেতর দিয়ে ওই ট্রাফল সংগ্রহকারীরা গাড়িতে করে যাচ্ছিলেন। তখন বোমার বিস্ফোরণ ঘটায় আইএস। এরপর গুলিও চালানো হয়। এতে অন্তত ১১ জন নিহত হন। তিনজনকে অপহরণ করে নিয়ে যান আইএস সদস্যরা।

২০১৪ সালে সিরিয়ার বড় একটি অংশ দখল করে নেয় আইএস। এরপর সংগঠনটি নির্মূলে সেখানে অভিযান চালায় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী। ২০১৯ সালে সিরিয়ায় আইএসের পতন হয়। তবে সংগঠনটির অনেক সদস্য এখনো দেশটিতে গোপনে অবস্থান করছেন। প্রায়ই তাঁরা ভয়াবহ সব হামলা চালিয়ে থাকেন।

এর আগে চলতি মাসের শুরুর দিকে রাকা অঞ্চলেই ১৯ জন ট্রাফল সংগ্রহকারী নিহত হয়েছিলেন বলে জানিয়েছিল সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তাঁদের বহনকারী গাড়িতে মাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটে। রাকা অঞ্চলে আইএস সদস্যদের তৎপরতা রয়েছে।