ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত

হিজবুল্লাহর কুচকাওয়াজে রকেট প্রদর্শনফাইল ছবি: এএফপি

ইসরায়েলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের মাউন্ট ডোভ এলাকায় এ হামলা হয়। আজ শুক্রবার সকালে এ তথ্য জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, নিহত ব্যক্তির নাম শরিফ সৌদ। তিনি উত্তর ইসরায়েলের শহর কারমিয়েলের অদূরে বেদুইন–অধ্যুষিত শহরতলি সাল্লামার বাসিন্দা। তবে কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, তিনি রাস আল–আইন শহরের বাসিন্দা ছিলেন।

নিহত ওই ব্যক্তি ইসরায়েলের সামরিক বাহিনীর জন্য ঠিকাদারির কাজ করতেন। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, ক্ষেপণাস্ত্র হামলার সময় মাউন্ট ডোভ এলাকায় সামরিক বাহিনীর জন্য একটি অবকাঠামোতে কাজ করছিলেন শরিফ সৌদ।

এদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি জানানো হয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, মাউন্ট ডোভ এলাকায় ইসরায়েলের সামরিক বাহিনীর দুটি গাড়ি নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা।

এ হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলের চেবা এলাকায় হিজবুল্লাহর একটি স্থাপনা নিশানা করে হামলা চালিয়েছে তারা।

গত অক্টোবরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় হামলা শুরু করার পর থেকে এর প্রতিবাদে ইসরায়েলে সামরিক বাহিনীর অবস্থান নিশানা করে প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। ইসরায়লেও এর জবাবে লেবাননে পাল্টা হামলা চালিয়ে আসছে।

গত ছয় মাসের বেশি সময় ধরে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিহত ব্যক্তিদের মধ্যে নয়জন বেসামরিক নাগরিক।