তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
ইরান-ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্যে ‘নতুন পথের’ দিকে যাত্রার সুযোগ তৈরি করেছে
ইরান-ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্যের জন্য ‘নতুন পথের’ দিকে যাত্রার সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক। তিনি বলেন, এই পথে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রোববার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘ইসরায়েল ও ইরানের মধ্যে মাত্রই যা ঘটেছে, তা আমাদের সবার জন্য এটা বলার সুযোগ তৈরি করেছে—“আমরা থেমে যাই। আসুন, নতুন একটি পথ তৈরি করি। এই নতুন পথে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে তুরস্ক।”’
টম বারাক আরও বলেন, ‘মধ্যপ্রাচ্য এখন নতুন সংলাপের জন্য প্রস্তুত। মানুষ পুরোনো সেই একই গল্প শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছে।’ কয়েক দশকের পুরোনো শত্রুতাগুলো নতুনভাবে দেখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ইসরায়েল এখন ‘নতুনভাবে সংজ্ঞায়িত হওয়ার’ পথে রয়েছে বলেও মন্তব্য করেন বারাক। মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর এখন বাস্তবতা মেনে নিয়ে ইসরায়েলে সঙ্গে সমঝোতায় আসা দরকার বলে মনে করেন তিনি।
বারাক বলেন, ‘(সিরিয়ার) প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ইঙ্গিত দিয়েছেন, তিনি ইসরায়েলকে ঘৃণা করেন না এবং সীমান্তে শান্তি চান। আমি মনে করি, লেবাননের ক্ষেত্রেও এমনটি হবে। ইসরায়েলের সঙ্গে চুক্তিতে পৌঁছানো প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।’
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, ইসলামপন্থীদের নেতৃত্বে যে বিদ্রোহীরা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদকে ক্ষমতাচ্যূত করেছে, তাদের প্রধান পৃষ্ঠপোষক তুরস্ক। এই বিদ্রোহীরা বর্তমানে দামেস্কে সরকার গঠন করেছে। আঞ্চলিক বয়ানে বদল আনতে তুরস্ক একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করতে পারে।
ফিলিস্তিনের গাজায় শিগগিরই যুদ্ধবিরতি হবে বলে মনে করেন বারাক। এটি আঞ্চলিক মানসিকতায় পরিবর্তন আনতেও সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। রাষ্ট্রদূত বলেন, ‘আমরা নিকট ভবিষ্যতে গাজায় যুদ্ধবিরতি দেখতে যাচ্ছি। আমি মনে করি, আমাদের একটি যোগ্য দল রয়েছে, যারা এটি নিয়ে কাজ করছে।’