ঝড়বৃষ্টিতে দুবাই বিমানবন্দরে ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে যাত্রীরা

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ভিড়ছবি: রয়টার্স

সংযুক্ত আরব আমিরাতে ঝড় ও ভারী বৃষ্টির কারণে সৃষ্ট নজিরবিহীন বন্যার তিন দিন পরেও দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরটিতে ফ্লাইট চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এই তিন দিনে বিমানবন্দরটিতে প্রায় দেড় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই বিমানবন্দর বৈশ্বিক ফ্লাইট চলাচলের অন্যতম একটি কেন্দ্র। এমন পরিস্থিতিতে বিমানবন্দরটি হয়ে চলাচলকারী হাজার হাজার যাত্রী ভোগান্তির মধ্যে পড়েছেন।

গত মঙ্গলবার ওমানে প্রথম আঘাত হানে এ ঝড়। ঝড়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চারজন সংযুক্ত আরব আমিরাতের। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিতে দুবাইয়ে বড় জলাবদ্ধতা দেখা দেয়। অচল হয়ে পড়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর।

বৃহস্পতিবার সীমিত আকারে বিমানবন্দরটি চালু হলেও দুবাই থেকে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন গন্তব্যের যাত্রীরা যাত্রা করতে পারেননি। বিভিন্ন সূত্র প্রথম আলোকে জানিয়েছে, গত তিন দিনে দুবাই বিমানবন্দর হয়ে অনেক বাংলাদেশি যাত্রীর চলাচলের কথা থাকলেও সেখান দিয়ে ফ্লাইট চলাচল বিঘ্নিত হওয়ায় তাঁরা আটকা পড়েছেন।

ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে দুবাইয়ের সড়ক
ছবি: রয়টার্স

বিশ্বজুড়ে ফ্লাইট চলাচলের বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং এ–সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করা হয় ফ্লাইটরাডার টোয়েন্টিফোর ডটকমে। ওয়েবসাইটটিতে দেওয়া হিসাবে, ঝড়-বৃষ্টির পর থেকে স্থানীয় সময় শুক্রবার সকাল পর্যন্ত দুবাই বিমানবন্দরে ১ হাজার ৪৭৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তাদের হিসাবে, এ সময় দুবাই বিমানবন্দর হয়ে চলাচলকারী আনুমানিক ৩০ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে।

দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী রোববার পর্যন্ত বিমানবন্দরটিতে ফ্লাইট অবতরণ সীমিত করা হয়েছে। দুবাইভিত্তিক বিশ্বের অন্যতম বৃহৎ একটি এয়ারলাইনস এমিরেটস জানিয়েছে, দুবাই বিমানবন্দর হয়ে অন্যান্য গন্তব্যে চলাচলকারী (ট্রানজিট) ফ্লাইট বাতিল করেছে তারা। তবে যেসব ফ্লাইটের গন্তব্য সরাসরি দুবাই, সেসব ফ্লাইট আগের মতোই চলাচল করতে পারছে।

জলাবদ্ধতায় দুবাই-আবুধাবি সড়কের একাংশে শুক্রবার পর্যন্তও যান চলাচল বন্ধ ছিল। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, শারজায় এখনো অনেক মানুষ পানিবন্দী অবস্থায় আছেন।