সীমিতভাবে চালু হয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, দুর্ভোগ এখনো চলছে

গতকাল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েন যাত্রীরাছবি: এএফপি

ভারী বৃষ্টিতে অচল হয়ে পড়া দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আজ বৃহস্পতিবার সীমিতভাবে চালু হয়েছে। দেশের বাইরে থেকে বেশ কয়েকটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করেছে। তবে বিমানবন্দরটি পুরোদমে চালু করতে বেশ বেগ পেতে হচ্ছে কর্তৃপক্ষকে।

গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও প্রতিবেশী দেশগুলোতে ভারী বৃষ্টিপাত ও ঝড়ের ফলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বৃষ্টির পানিতে ইউএইর রাস্তাঘাট ও বিমানবন্দরের বেশ কিছু অংশ পানিতে তলিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বন্যায় ওমানে ২০ জন ও ইউএই-তে একজন নিহত হয়েছেন।

বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানায়, আজ টার্মিনাল১-এ বাইরের কিছু এয়ারলাইনসের ফ্লাইট অবতরণ করেছে। তবে বহির্গামী ফ্লাইটগুলো ছাড়তে এখনো বিলম্ব হচ্ছে।

পরে এমিরেটস এয়ারলাইনস এবং ফ্লাই দুবাইয়ের ফ্লাইটের জন্য টার্মিনাল ৩-এর চেক-ইন খুলে দেওয়া হয়। তবে তারা এ–ও জানায়, বিপুলসংখ্যক যাত্রী চেক-ইনের জন্য অপেক্ষায় রয়েছে। তাঁদের যাত্রা করতে বেশ বিলম্ব হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আজ ভোর এক পোস্টে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাঁদের ফ্লাইট বুকিং নিশ্চিত হয়েছে, শুধু তাঁরাই যেন বিমানবন্দরে আসেন।

দুবাই বিমানবন্দরের প্রধান পল গ্রিফথস বলেন, ‘এটি অবিশ্বাস্য রকম একটি চ্যালেঞ্জিং সময়। যত দূর মনে পড়ে, আমি মনে করি না, কেউ এমন পরিস্থিতি আগে দেখেছে।’

বিমানবন্দরের আশপাশের সড়কগুলোতে ব্যাপক যানজট তৈরি হয়েছে। কারণ, অনেক মানুষ একই সঙ্গে বিমানবন্দরে আসার চেষ্টা করছেন। গতকাল বুধবার প্রায় ৩০০ ফ্লাইট বাতিল হয়েছে এবং শতাধিক ফ্লাইট বিলম্ব হয়েছে। মঙ্গলবার দেশটিতে ইতিহাসের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। ২৫৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে সেখানে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই বৃষ্টিকে ‘আবহাওয়ার দিক থেকে একটি ঐতিহাসিক ঘটনা’ হিসেবে বর্ণনা করেছে।

অ্যানি উইং নামের একজন ব্রিটিশ পর্যটক স্বামী ও তিন সন্তান নিয়ে সেখানে আটকা পড়েছেন। তাঁদের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আসার কথা। অ্যানি উইং বলেন, ‘ভয়ংকর অবস্থা। আমরা ভিড়ের মধ্যে ছড়িয়ে–ছিটিয়ে পড়ছিলাম। এটি বেশ বিপজ্জনক ও অমানবিক।’ তিনি আরও বলেন, যাত্রীরা বোর্ডিং পাসের ডেস্কে চিৎকার ও হাঙ্গামা করছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, বিমানবন্দরগামী সব সড়ক বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খাবার সরবরাহ করতে বেগ পেতে হচ্ছে।