গাজায় এক দিনে ঢুকেছে ত্রাণবাহী ৯ শতাধিক ট্রাক: জাতিসংঘ

ফিলিস্তিনের গাজার পথে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের সারি। ১৯ জানুয়ারি তোলাছবি: এএফপি

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে, অর্থাৎ গতকাল সোমবার এক দিনে ৯ শতাধিক ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। ট্রাকের এই সংখ্যা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে উল্লেখ থাকা দৈনিক লক্ষ্যের চেয়ে বেশি।

জাতিসংঘের মানবিক কার্যক্রমবিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, গাজায় বেঁচে যাওয়া মানুষদের সহায়তা বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপের অংশ হিসেবে মানবিক সহায়তা পাঠানো অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

ইসরায়েলি কর্তৃপক্ষ ও যুদ্ধবিরতি চুক্তির নিশ্চয়তা দানকারীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার মানবিক সহায়তা নিয়ে ৯১৫টি ট্রাক সীমান্ত পেরিয়ে গাজায় প্রবেশ করেছে বলে জানিয়েছে ওসিএইচএ।

আরও পড়ুন

এর আগে গত রোববার যুদ্ধবিরতি কার্যকরের দিন মানবিক সহায়তা নিয়ে ৬৩০টি ট্রাক গাজায় প্রবেশ করেছিল। যদিও যুদ্ধবিরতি চুক্তিতে প্রতি দিন ৬০০টি ত্রাণের ট্রাক গাজায় প্রবেশের সুযোগ দেওয়ার কথা বলা আছে। ইসরায়েল ও হামাসের মধ্যে এই চুক্তিতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার।

আরও পড়ুন