কুয়েতে পাইপলাইন ছিদ্র হয়ে ছড়িয়ে পড়ছে তেল, ‘জরুরি অবস্থা’ ঘোষণা

কুয়েতের রাষ্ট্রীয় তেল কোম্পানির তেলের পাইপ
ছবি: কুয়েত অয়েল কোম্পানির ওয়েবসাইট থেকে

কুয়েতের রাষ্ট্রীয় তেল কোম্পানির একটি পাইপলাইন ছিদ্র হয়ে তেল ছড়িয়ে পড়ায় ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছে কুয়েত অয়েল কোম্পানি। তবে এ ঘটনায় কেউ আহত বা তেল উৎপাদনের কোনো ব্যঘাত ঘটেনি।

রাষ্ট্রীয় কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির পশ্চিমে এ ঘটনা ঘটেছে।

তেল কোম্পানিটির মুখপাত্র কুসাই আল–আমের বলেন, এর ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাইপলাইনে ছিদ্র হওয়ার ঘটনাটি স্থলভাগে ঘটেছে। তবে সেটি কোনো আবাসিক এলাকা নয়।  

ঠিক কোথায় এই পাইপলাইন ছিদ্র হয়েছে, তা প্রকাশ করতে রাজি হননি আল-আমের। তিনি বলেছেন, ছিদ্রের উৎস এবং ঘটনাটি তদন্ত করার জন্য একটি দল পাঠানো হয়েছে।

কুয়েতের আল রাই পত্রিকা টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, শুকনো খড়খড়ে অনাবাদি জমিতে একটি মোটা পাইপ থেকে অনর্গল তেল ছড়িয়ে পড়ছে। তবে এএফপি নিজেদের পক্ষ থেকে এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।

বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশগুলোর এটি কুয়েত। দেশটির সরকারের ৯০ শতাংশ রাজস্ব আসে এই তেল থেকে। অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপিইসি) অন্যতম সদস্যদেশটি সম্প্রতি প্রতিদিন ২৭ লাখ ব্যারেল তেল উৎপাদন করছে।

এর আগেও ২০১৬ ও ২০ সালে কুয়েত তেল কোম্পানি পাইপলাইন ছিদ্র হয়ে তেল ছড়িয়ে পড়ার ঘটানোর কথা  জানিয়েছিল।