গৃহকর্মী নিয়োগপ্রক্রিয়ায় সেবাদাতা প্রতিষ্ঠানের ফি কমাল সৌদি আরব

ছবি: এএফপি

বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে গৃহশ্রমিক নিয়োগ করার ক্ষেত্রে নিয়োগপ্রক্রিয়ায় সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য ব্যয়ের সর্বোচ্চ সীমা কমাল সৌদি আরব। গতকাল সোমবার দেশটির সরকার এ ঘোষণা দিয়েছে।

গতকাল সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। মন্ত্রণালয় বলছে, সেবার মান বাড়ানো, শ্রমবাজারের পরিবেশ উন্নত করা ও গৃহশ্রমিকদের গন্তব্য হিসেবে সৌদি আরবকে আকর্ষণীয় করে তুলতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গৃহশ্রমিক নিয়োগ করার ক্ষেত্রে যেসব দেশের জন্য ব্যয়ের সর্বোচ্চ সীমা কমিয়ে আনা হয়েছে, সেসব দেশের মধ্যে বাংলাদেশ ছাড়া শ্রীলঙ্কা, ফিলিপাইন, উগান্ডা, ইথিওপিয়া ও কেনিয়া রয়েছে।

সৌদি সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফিলিপাইন থেকে গৃহশ্রমিক নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ ১৪ হাজার ৭০০ সৌদি রিয়াল, শ্রীলঙ্কা থেকে ১৩ হাজার ৮০০, বাংলাদেশ থেকে ১১ হাজার ৭৫০, কেনিয়া থেকে ৯ হাজার, উগান্ডা থেকে ৮ হাজার ৩০০ ও ইথিওপিয়া থেকে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে সেবাদাতা প্রতিষ্ঠানকে ৫ হাজার ৯০০ সৌদি রিয়াল দেওয়া যাবে।

মন্ত্রণালয় আরও বলেছে, নতুন করে নির্ধারিত সর্বোচ্চ ব্যয়ের এই সীমা অতিক্রম করা যাবে না।