‘ইসরায়েলি গোয়েন্দাকে’ ফাঁসিতে ঝোলানো হয়েছে, জানাল ইরান

ইরানের পতাকাপ্রতীকী ছবি: রয়টার্স

ইরানের দক্ষিণ–পূর্বাঞ্চলের সিস্তান অ্যান্ড বালুচিস্তান প্রদেশে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

ইরানের দাবি, ওই ব্যক্তি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করতেন।

ওই ব্যক্তির নাম–পরিচয় প্রকাশ করা হয়নি। আজ শনিবার সকালে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

গুরুত্বপূর্ণ গোপন তথ্য সংগ্রহ এবং সেসব তথ্য পরে বিদেশি গোয়েন্দা সংস্থার (বিশেষত ইসরায়েলের মোসাদ) কাছে তুলে দেওয়ার অভিযোগ ছিল ওই ব্যক্তির বিরুদ্ধে। ইরানের বিচারব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত সংবাদমাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।