গাজা যুদ্ধ ‘মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা’: জাতিসংঘের মানবিক প্রধান

জাতিসংঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফিথসফাইল ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে ‘মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেছেন জাতিসংঘের মানবিক প্রধান।

জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণবিষয়ক বিদায়ী আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথস গতকাল শনিবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

গাজা যুদ্ধের ছয় মাস পূর্ণ হলো আজ রোববার। এর আগে গতকাল গ্রিফিথস একটি বিবৃতি দেন। বিবৃতিতে তিনি সম্মিলিত সংকল্পের আহ্বান জানান।

জাতিসংঘের মানবিক প্রধান বলেন, প্রতিদিন এই যুদ্ধে আরও বেশিসংখ্যক বেসামরিক মানুষ নিহত হচ্ছেন।

আরও পড়ুন

স্বাস্থ্যগত কারণে আগামী জুনে গ্রিফিথস তাঁর পদ ছাড়বেন। তিনি তাঁর বিবৃতিতে আরও বলেন, যাঁরা এই যুদ্ধে নিহত, আহত ও জিম্মি হয়েছেন, তাঁদের পরিবারের প্রতি তিনি সহানুভূতি জানাচ্ছেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।

ইসরায়েলের পরিসংখ্যান অনুযায়ী, এই হামলায় ১ হাজার ১৭০ জন নিহত হন। সেদিন ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।

জবাবে ৭ অক্টোবর থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এই হামলায় ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

আরও পড়ুন