ইসরায়েল–হামাস সংঘাতের সর্বশেষ

গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলার পর জীবিতদের সন্ধানে ফিলিস্তিনিদের তৎপরতা। ৯ অক্টোবর, ২০২৩
ছবি: এএফপি

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাত আজ সোমবার তৃতীয় দিনের মতো চলছে। ইসরায়েলের সশস্ত্র বাহিনী দেশটিতে ঢুকে পড়া হামাস সদস্যদের হটিয়ে গাজার সীমান্তবর্তী কাঁটাতারের বেড়ার আশপাশের সব এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছে। গাজা উপত্যকা সম্পূর্ণরূপে অবরুদ্ধ করার ঘোষণা দিয়ে ইসরায়েল বলেছে, সেখানে গ্যাস, পানি, বিদ্যুৎ, খাবার কিছুই যেতে দেওয়া হবে না।

এই সংঘাতের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হলো:

  • পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত ফিলিস্তিনের গাজায় ৫১০ জন এবং ইসরায়েলে ৮০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া পশ্চিম তীরেও বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষে দুই পক্ষে পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

  • হামাসের একযোগে একাধিক জায়গা থেকে হামলার পাল্টায় সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য তিন লাখ সংরক্ষিত সেনাকে (রিজার্ভিস্ট) সেনাবাহিনীতে যুক্ত করছে ইসরায়েল। আনুমানিক এক লাখ ইসরায়েলি সেনাকে গাজায় সম্ভাব্য স্থল অভিযানের জন্য প্রস্তুত করা হয়েছে।

  • সংঘাত শুরু হওয়ার তিন দিনেরও কম সময়ের মধ্যে গাজায় ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

  • ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র একাধিক যুদ্ধজাহাজ এবং বিশ্বের সবচেয়ে বড় রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ড ওই অঞ্চলে পাঠাচ্ছে।

  • ইসরায়েলে হামাসের এই হামলায় সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে ইরান।