গাজায় স্থল, সমুদ্র ও আকাশপথে ইসরায়েলের হামলা, নিহত দুই শতাধিক

গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি বাহিনীর জোরালো হামলায় বহু মানুষ হতাহত হয়েছেনছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে জোরালো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একযোগে স্থল, সমুদ্র ও আকাশপথে চালানো এ হামলায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে দাবি হামাস–নিয়ন্ত্রিত গাজার গণমাধ্যম দপ্তরের।

হামলার জেরে গাজার লাখো উদ্বাস্তুর মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার এসব হামলার ঘটনা ঘটে।  

সবচেয়ে জোরালো হামলা হয়েছে গাজার মধ্যাঞ্চলের দেইর এল-বালাহ ও নুসেইরাত এলাকায়। এ ছাড়া দক্ষিণের রাফা শহর ও  গাজা নগরীর উত্তরের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

হামাস–নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় নিহত মানুষের সংখ্যা ‘অনেক’। আহত ব্যক্তিদের অনেকে আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাঁদের বেশির ভাগই নারী ও শিশু।  

হামলা নিয়ে একটি বিবৃতি দিয়েছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর। বিবৃতিতে বলা হয়েছে, নুসেইরাতসহ গাজার মধ্যাঞ্চলের বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ২১০ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এর আগে বলেন, রাস্তায় এখনো ‘অনেক’ মরদেহ পড়ে আছে। আহত ব্যক্তিদের অনেকে রাস্তায় পড়ে আছেন।

মুহুর্মুহু বোমা হামলায় উপত্যকাজুড়ে যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হয়েছে। তবে জনাকীর্ণ হাসপাতাল থেকে টেলিফোনে আল-জাজিরার প্রতিবেদক হিন্দ কৌদারি জানান, পরিস্থিতি বেশ উত্তেজনাকর। আতঙ্কে, প্রাণভয়ে অনেকেই রাস্তায় নেমে এসেছেন। কিন্তু কোথায় যাবেন, জানেন না কেউ।

আরও পড়ুন

হিন্দ কৌদারি বলেন, ‘প্রতি মিনিটে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। অ্যাম্বুলেন্সগুলো আহত ব্যক্তিদের নিয়ে হাসপাতালে  আসছে। আর এখানে (হাসপাতালে) আমরা আটকা পড়ে রয়েছি। জনাকীর্ণ হাসপাতালের ভেতরে মানুষের চিৎকার, চেঁচামেচি, কান্না শোনা যাচ্ছে। আহত ব্যক্তিদের মধ্যে শিশুরাও রয়েছে।’

ডক্টরস উইদাউট বডার্সের (এমএসএফ) চিকিৎসক তানয়া হাজ-হাসান আল-জাজিরাকে বলেন, আল-আকসা হাসপাতালে রীতিমতো রক্তের বন্যা বয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে, এটা একটা কসাইখানা। তিনি আরও বলেন, ‘যেসব ছবি ও ভিডিও আমার হাতে এসেছে, তাতে দেখেছি, হাসপাতালে রোগীরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। অনেকের বিভিন্ন অঙ্গহানি হয়েছে।’

আরও পড়ুন

৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় হামাস। ওই হামলায় দেশটিতে প্রায় ১ হাজার ১৩৯ জন নিহত হন। এ ছাড়া প্রায় আড়াই শ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাস সদস্যরা। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত উপত্যকাটিতে অন্তত ৩৬ হাজার ৭৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত সাড়ে ৮৩ হাজারের বেশি।

আরও পড়ুন
আরও পড়ুন