ইরানে হিজাবকে অসম্মান করায় বিচারের মুখে নারী
ইরানের এক নারীর বিরুদ্ধে হিজাবকে অসম্মান জানানোর বিচার চলছে। ওই নারীর বিরুদ্ধে জনসম্মুখে এক বৈঠক চলাকালে হিজাব মাটিতে ছুড়ে ফেলার অভিযোগ আনা হয়েছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ গত শনিবার এ তথ্য জানায়।
তাসনিম জানায়, ইরান কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশনের তেহরান শাখার নির্বাচনের সময় হিজাবকে অসম্মানকারী এক নারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তেহরানের পৌরসভার সংবাদপত্র হামশাহরির প্রকাশ করা একটি ছোট ভিডিওতে দেখা গেছে যে ওই নারী বৈঠক শেষের পর তাঁর হিজাব মাটিতে ছুড়ে ফেলেন।
গত বছর পর্দাবিধি না মানার অভিযোগে আটক মাসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুর পর থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। এর পর থেকে অনেক নারী হিজাব নীতি মানতে অস্বীকার করেন। গত ১০ জানুয়ারি ইরানের বিচার বিভাগ হিজাববিধি লঙ্ঘনে কঠোর শাস্তির বিধান জারি করে। হিজাববিধি না মেনে সেবা দেওয়ায় ইতিমধ্যে অনেক রেস্তোরাঁ, ক্যাফে ও ফার্মেসি বন্ধ করে দেওয়া হয়েছে।