ইরানে নিজের বাড়ি পোষা কুকুরকে দিলেন দম্পতি

কুকুর
রয়টার্স প্রতীকী ছবি

পোষা প্রাণীর জন্য কত কিছু না করে থাকেন মালিকেরা। বিভিন্ন উপহার দেওয়ার পাশাপাশি পোষ্যকে উত্তরাধিকারী হিসেবে সম্পত্তি লিখে দেওয়ার নজিরও আছে। ইরানেও তেমনই একটি ঘটনা ঘটেছে। এক দম্পতি নিজেদের অ্যাপার্টমেন্ট পোষা কুকুরকে দিয়েছেন।

অবশ্য এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিপাকে পড়েছেন এই বেচাকেনার প্রক্রিয়ায় জড়িত আবাসন প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে কর্মকর্তারা গত রোববার জানিয়েছেন।

গত শনিবার ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, নিজেদের পোষা কুকুরের নামে বাড়ির মালিকানা হস্তান্তরের চুক্তিপত্রে সই করছেন এক দম্পতি। এক নারীর সহযোগিতায় ‘চেস্টার’ নামের কুকুরটিকে কালির প্যাডে থাবা বসিয়ে পরে স্ট্যাম্পে ছাপ দিতেও দেখা যায়। ওই নারী বলেন, তাঁদের কোনো উত্তরসূরি নেই। এ জন্য তাঁরা নিজেদের অ্যাপার্টমেন্ট ওই কুকুরকে দিয়ে দিতে চান।

ইরানে কুকুর পোষার বিষয়ে কোনো আইনি বাধা নেই। তবে অধিকাংশ মুসলিম দেশে কুকুরকে অপরিচ্ছন্ন মনে করা হয়। রক্ষণশীল ধর্মীয় নেতারা কুকুরকে পোষ্য হিসেবে না রাখার পরামর্শ দিয়ে থাকেন।

ইরানের বার্তা সংস্থা ইসনা জানায়, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিচার বিভাগের ওয়েবসাইট ‘মিজান’-এ ডেপুটি প্রসিকিউটর জেনারেল রেজা তাবার বরাত দিয়ে বলা হয়, এই বেচাকানায় জড়িত আবাসন প্রতিষ্ঠানটির প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে।

ডেপুটি প্রসিকিউটর জেনারেল আরও বলেন, সামাজিক মূল্যবোধ লঙ্ঘনের বিষয়কে সহনীয় করে দেখানোই ছিল এ বেচাকেনার উদ্দেশ্য। কুকুরের কাছে অ্যাপার্টমেন্ট বিক্রির কোনো আইনি ভিত্তি নেই। তবে বিচার বিভাগের ওয়েবসাইটে গ্রেপ্তার ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।