প্রচণ্ড গরমে পানির ঘাটতি বেড়ে যাওয়ায় ইরানিদের কম পানি ব্যবহারের আহ্বান

তাপপ্রবাহফাইল ছবি

ইরানের প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে দেশটিতে ব্যাপক পানির সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় জনসাধারণকে পানি কম ব্যবহার করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। আজ রোববার স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

ইরানে পানির সংকট একটি বড় সমস্যা, বিশেষ করে দেশের দক্ষিণের শুষ্ক প্রদেশগুলোতে। এই সংকটের জন্য অব্যবস্থাপনা, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবকে দায়ী করা হচ্ছে।

গতকাল শনিবার জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানায়, ইরান বর্তমানে বছরের সবচেয়ে গরম সপ্তাহ পার করছে। সেখানে কিছু কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি।

বার্তা সংস্থা আইএসএনএর খবরে বলা হয়, তেহরান সিটি কাউন্সিলের চেয়ারম্যান মেহদি চামরান পানির চাপ কমে যাওয়া এড়াতে সবাইকে পানি সাশ্রয় করার কথা বলেছেন।

শুধু তেহরানই নয়, গত কয়েক দিনে ইরানের বিভিন্ন প্রদেশের কর্তৃপক্ষও একই ধরনের অনুরোধ জানিয়েছে। তারাও বাসিন্দাদের পানি ব্যবহার সীমিত করতে আহ্বান জানায়।

তেহরানের প্রাদেশিক পানি ব্যবস্থাপনা কোম্পানি পানির সংকট কমাতে ‘কমপক্ষে ২০ শতাংশ’ ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, বছরের পর বছর বৃষ্টি কম হচ্ছে। এর ফলে তেহরানে যেসব বাঁধের জলাধার থেকে পানি সরবরাহ করা হয়, সেগুলো পানির স্তর এক শতাব্দীর মধ্যে সবচেয়ে নিম্নস্তরে পৌঁছে গেছে।

রক্ষণশীল হিসেবে পরিচিত দৈনিক জাভান জানিয়েছে, সংকট মোকাবিলায় কর্তৃপক্ষ রাজধানীর কিছু অংশে পানির চাপ কমিয়ে দিয়েছে। ফলে কিছু এলাকায় ‘১২ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত পানির সরবরাহ বন্ধ রয়েছে।’