সীমান্তে ইরানের সঙ্গে সংঘর্ষে ১ আফগান সেনা নিহত

ইরান-আফগানিস্তান সীমান্তে উড়ছে দুই দেশের পতাকা
ছবি: রয়টার্স

আফগানিস্তানের তালেবান বাহিনী ও ইরানের সীমান্তরক্ষী বাহিনী প্রাণঘাতী সংঘর্ষে জড়িয়েছে। দুই দেশের সীমান্তে এ সংঘর্ষের এক তালেবান সেনা নিহত হয়েছেন। খবর বিবিসির।

তালেবান বলেছে, আফগানিস্তানের নিমরোজ প্রদেশ ও ইরানের হিরমান্দ অঞ্চলে দুই দেশের সীমান্তে গতকাল রোববার এ সংঘর্ষ হয়। এতে আফগানিস্তানে এক সেনা নিহত হয়েছেন। সংঘর্ষের জন্য দেশ দুটি একে অপরকে দোষারোপ করছে। এক বছর আগে তালেবান রাষ্ট্রক্ষমতায় আসার পর থেকে সীমান্তে বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নিমরোজ পুলিশের মুখপাত্র বাহরাম ইকবাল রয়টার্সকে বলেন, ‘আমাদের একজন নিহত ও একজন আহত হয়েছেন।’ তবে সংঘর্ষের প্রকৃত কারণ জানা যায়নি। ইরানের হিরমান্দ অঞ্চলের কর্মকর্তা মাসিয়াম বারাজানদেহকে উদ্ধৃত করে দেশটির বার্তা সংস্থা ফারস বলেছে, সংঘর্ষে ইরানের দিক থেকে কেউ হতাহত হননি।

বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, আফগানিস্তানের ভূখণ্ড নয়, এমন একটি এলাকায় তালেবান বাহিনী তাদের পতাকা ওড়ানোর চেষ্টা করলে ইরানের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের মধ্যে কয়েক মিনিট ধরে গোলাগুলি চলে।

মাসিয়াম বারাজানদেহ বলেছেন, ‘আমাদের সেনারা যথোপযুক্ত জবাব দিয়েছে।’ এর আগে গত মাসে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একই এলাকায় আরেকটি সংঘর্ষের ঘটনার পর ইরানের সীমান্তরক্ষী বাহিনীর একজন সদস্যের খবর জানিয়েছিল।