ইরানের বিস্ফোরণ দেখতে আইএসের সন্ত্রাসী হামলার মতন: মার্কিন কর্মকর্তা

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর কেরমানে গতকাল বুধবার জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, ইরানে জোড়া বিস্ফোরণের ঘটনাকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলার মতো সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বুধবার সাংবাদিকদের এ কথা বলেন।

মার্কিন এই কর্মকর্তা বলেন, এটা সন্ত্রাসী হামলার মতো মনে হচ্ছে। আইএস অতীতে যে ধরনের কাজ করেছে, তেমনটাই মনে হচ্ছে। এটাই তাঁদের এই মুহূর্তের অনুমান।

গতকাল ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর কেরমানে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৯৫ জন নিহত হয়েছেন। আহত অনেকে।

কেরমানে ইরানের প্রয়াত জেনারেল কাশেম সোলাইমানির সমাধিস্থলের কাছে গতকাল ১৫ মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন

২০২০ সালে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন সোলাইমানি। তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল কেরমানে আয়োজিত অনুষ্ঠানে জড়ো হওয়া লোকজনকে লক্ষ্য করে জোড়া বোমা হামলা হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও আঞ্চলিক কর্তৃপক্ষ এই জোড়া বিস্ফোরণের ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে।

আরও পড়ুন

হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে এই জোড়া বোমা বিস্ফোরণের জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান।