যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের আল–সালিফ বন্দরে সশস্ত্র হুতি যোদ্ধারা। গত বছর ৫ ডিসেম্বরের ছবিফাইল ছবি: রয়টার্স

ইয়েমেনের এডেন উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের মালিকাধীন একটি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সমুদ্র পথের নিরাপত্তা নিয়ে কাজ করা একটি ব্রিটিশ প্রতিষ্ঠান বলেছে, ইয়েমেনে হুতিদের ওপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার জবাবে জাহাজটিতে এই হামলা চালানো হয়েছে।

সোমবার সকালে ইয়েমেন উপকূলের দক্ষিণে অবস্থানরত জাহাজটির ওপর এ হামলা চালানো হয়। হামলার দায় স্বীকার করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তাদের নৌবাহিনী এডেন উপসাগরে আমেরিকান একটি জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

হুতির এই মুখপাত্র বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নেওয়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সব জাহাজ ও যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। তিনি বলেন, আমেরিকান ও ব্রিটিশ হামলার জবাব অবশ্যম্ভাবী এবং নতুন যে কোনো ধরনের হামলার জবাব ও যথাযথ শাস্তি দেওয়া হবে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মালিকানাধীন জাহাজটিতে ইস্পাত পণ্য পরিবহন করা হচ্ছিল। সেখানে জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ক্ষেপণাস্ত্রের আঘাতে জিব্রাল্টার ঈগল নামের ওই জাহাজের আগুন ধরে যায়। তবে এতে আরোহীদের কেউ আহত হননি বলে জাহাজটি পরিচালনাকারী প্রতিষ্ঠান ঈগল বাল্ক শিপিং জানিয়েছে। আক্রান্ত হওয়ার পরেও জাহাজটি গন্তব্যের পথে রয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের অভিযানের মধ্যে ইয়েমেনে হুতিদের স্থাপনা লক্ষ্য করে যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। ১২ জানুয়ারি ছবিটি প্রকাশ করা হয়েছে
ছবি: রয়টার্স

হুতি গোষ্ঠী গত নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচলকারী পণ্যবাহী জাহাজে হামলা চালাচ্ছে। তাদের দাবি, ইসলায়েলের সংশ্লিষ্টতা রয়েছে এমন জাহাজেই হামলা চালানো হচ্ছে। তবে সমুদ্র পথে নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো বলছে, এসব জাহাজের সঙ্গে ইসরায়েলের ওই ধরনের কোনো সংশ্লিষ্টতা নেই।

ইরান সমর্থিত হুতি গোষ্ঠী বর্তমানে রাজধানী সানাসহ ইয়েমেনের বড় অঞ্চল নিয়ন্ত্রণ করছে। তারা ফিলিস্তিনের গাজার শাসক গোষ্ঠী হামাসেরও গুরুত্বপূর্ণ মিত্র। গাজায় ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এমন হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল তারা।

হুতিদের হামলার কারণে এশিয়া থেকে ইউরোপে পণ্য পরিবহনের সবচেয়ে ছোট পথ লোহিত সাগর দিয়ে সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগরে যাওয়ার রুট এড়িয়ে চলছে অনেক পণ্য পরিবহনকারী জাহাজ। অনেক জাহাজ এখন দীর্ঘ পথ পাড়ি দিয়ে দক্ষিণ আফ্রিকা উপকূলের কেপ অব গুড হোপ (উত্তমাশা অন্তরিপ) হয়ে ইউরোপে যেতে বাধ্য হচ্ছে।