দুই সপ্তাহ আগে হামলায় হামাসের উপসামরিক কমান্ডার নিহত: ইসরায়েল

ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারিফাইল ছবি: রয়টার্স

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের উপসামরিক কমান্ডার মারওয়ান ইসা চলতি মাসে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ইসরায়েলের সামরিক মুখপাত্র এ কথা বলেন।

চলতি মাসের শুরুর দিকে ইসার নিহত হয়েছেন বলে খবর বেরিয়েছিল। এখন ইসরায়েলের সামরিক মুখপাত্র বলছেন, খবর সত্য।

সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি টেলিভিশনে দেওয়া বিবৃতিতে বলেন, তাঁরা সব গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করেছেন। তাঁরা প্রায় দুই সপ্তাহ আগে যে হামলা চালিয়েছিলেন, তাতে ইসা নিহত হয়েছেন।

ইসরায়েলের সামরিক মুখপাত্রের এই দাবির বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইসরায়েলের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন ইসা। এই তালিকায় আরও আছেন হামাসের সামরিক শাখা ইজ আল-দিন আল-কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফ ও গাজায় সংগঠনটির নেতা ইয়াহিয়া সিনওয়ার।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এই তিনজন এ হামলার মূল পরিকল্পনাকারী বলে ধারণা ইসরায়েলের।

আরও পড়ুন

এদিকে, বিবিসির এক প্রতিবেদন বলছে, ইসরায়েলের তথ্যমতে, হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস।

এর প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। এই হামলা এখনো চলছে। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের হামলায় ৩২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

আরও পড়ুন