গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও এক দিন বাড়ল

যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি মানবাধিকারকর্মী আহেদ তামিমি। ৩০ নভেম্বরছবি: এএফপি

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও এক দিন বাড়ানো হয়েছে। আগের শর্তেই যুদ্ধবিরতি হয়েছে বলে আজ বৃহস্পতিবার নিশ্চিত করেছে কাতার।

আজ যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল–আনসারি এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধবিরতি আরও এক দিন বাড়াতে ইসরায়েল ও ফিলিস্তিনি পক্ষ সম্মত হয়েছে। এর আওতায় গাজা উপত্যকায় মানবিক অস্ত্রবিরতির পাশাপাশি সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ থাকবে এবং গাজায় মানবিক সহায়তা পাঠানো হবে।

এর আগে গতকাল বুধবার ও আজ হামাস ও ইসরায়েল দুই পক্ষই কিছু বন্দীকে মুক্তি দিয়েছে।

ইসরায়েলের সেনারা জানিয়েছেন, যুদ্ধবিরতির মেয়াদ আরও এক দিন বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে বন্দীদের মুক্তি দেওয়া হবে।

কাতার জানিয়েছে, প্রতিদিন হামাস ১০ জন করে বন্দীকে ছাড়বে আর ইসরায়েল ৩০ জন করে ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। আর এই সময়ের মধ্যে কেউ কোনো সামরিক অভিযান চালাবে না। গাজায় ত্রাণ ঢুকতে দেওয়া হবে।

ইসরায়েলে ব্লিঙ্কেন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আজ তেলআবিবে পৌঁছেছেন। তিনি ইসরায়েলের নেতাদের সঙ্গে কথা বলবেন।

ব্লিঙ্কেন বলেছেন, যুদ্ধবিরতির মেয়াদ যাতে বাড়ানো যায়, তিনি সেই চেষ্টা করবেন।

গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস লড়াই শুরুর পর এ নিয়ে তৃতীয়বার ইসরায়েল গেলেন ব্লিঙ্কেন।