ইসরায়েলকে থামাতে বিশ্বনেতাদের প্রতি ফিলিস্তিনের আহ্বান

রিয়াদ মানসুর
ফাইল ছবি রয়টার্স

গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলা বন্ধ করতে বিশ্বনেতাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মানসুর। আজ বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের এক জরুরি বৈঠকে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

ভাষণের সময় ফিলিস্তিনি প্রতিনিধি গাজায় বোমা হামলায় নিহত শিশুদের নিয়ে কিছু ঘটনা পড়ে শোনান। এ সময় তাঁর কণ্ঠ ধরে আসছিল, হাত কাঁপছিল।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত আজ ২০ দিনে গড়িয়েছে। এখনো প্রতিদিন অবরুদ্ধ গাজায় নারকীয় বোমা বর্ষণ করে চলেছে ইসরায়েলি বাহিনী। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত এ উপত্যকাটিতে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ২৮। তাঁদের মধ্যে শিশু ২ হাজার ৯১৩টি। নারী ১ হাজার ৭০৯ ও বৃদ্ধ ৩৯৭ জন। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন প্রায় ৫০০ জন।

ভাষণের শুরুতেই রিয়াদ মানসুর ইসরায়েলের বিমান হামলা থেকে গাজার বেসামরিক মানুষের জীবন বাঁচাতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান।

জাতিসংঘের সাধারণ পরিষদে কূটনীতিকদের উদ্দেশে মানসুর বলেন, ‘যখন আর কোনো উপায় নেই, তখন অভিভাবক হিসেবে আপনি কী বেছে নেবেন। যখন সর্বত্র কেবল মৃত্যু, কেবল ধ্বংসযজ্ঞ।’

ফিলিস্তিনি প্রতিনিধি মানসুর বলেন, ইসরায়েল গাজার ৪০ শতাংশের বেশি বাড়িঘর ধ্বংস করে দিয়েছে, যা জাতিসংঘ চলতি সপ্তাহের শুরুর দিকে বলেছিল। তিনি বলেন, এতে গাজার বাসিন্দারা গৃহহীন হচ্ছেন। গাজার বাসিন্দাদের অন্যত্র ‘জোরপূর্বক স্থানান্তরের’ চেষ্টা ইসরায়েল করছে বলেও অভিযোগ করেন তিনি।

গাজার খান ইউনিসে ইসরায়েলের বিমান হামলায় বিধ্বস্ত কিছু ভবন। তার মাঝের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক ফিলিস্তিনি
ছবি এএফপি ফাইল ছবি

প্রতিটি রাতের ভয়াবহতা আগের রাতকে ছাড়িয়ে যাচ্ছে

আজ বৃহস্পতিবারও গাজার দক্ষিণে খান ইউনিসসহ বিভিন্ন এলাকা তছনছ হয়েছে ইসরায়েলের বোমার আঘাতে। এদিন ইসরায়েলি বাহিনী দাবি করেছে, ২৪ ঘণ্টায় ‘হামাসের’ ২০৫টি স্থাপনায় হামলা চালিয়েছে তাদের যুদ্ধবিমানগুলো।

বিরামহীন বিমান হামলার মুখে ঘরবাড়ি ছেড়ে প্রতিদিনই পালাচ্ছেন গাজার বাসিন্দারা। তাঁদেরই একজন ফয়সাল শাওয়া। তিনি বিবিসির কাছে নিজের চোখে দেখা হামলার ভয়াবহতার বর্ণনা দেন।

বিবিসি রেডিও ৪–এর ওয়ার্ল্ড অ্যাট ওয়ানকে ফয়সাল শাওয়া বলেন, ‘চারদিকে শুধু ধোঁয়া। সারা রাত প্রতিটা মিনিট শুধু হামলার শব্দ শুনেছি। এগুলো যে শুধু বিমান হামলার তা–ই নয়, রাতভর ট্যাংক থেকে গোলাবর্ষণও হয়েছে। এমনকি সমুদ্রপথে যুদ্ধজাহাজ থেকে এ হামলা চালানো হয়েছে। প্রতিটি রাত যেন আগের রাতের চেয়ে বেশি ভয়ংকর।’

‘এটি খুব কঠিন পরিস্থিতি। প্রতিটি মিনিটে তারা হত্যাযজ্ঞ চালাচ্ছে। তারা মানুষজন রয়েছে এমন ঘরবাড়ি, ভবন ধ্বংস করছে। তারা সবাইকে হত্যা করছে। এটাই এখনকার পরিস্থিতি। তারা সর্বত্র ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতি দেখতে চায়’, বলেন ফয়সাল।