গাজায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের চাপায় হতাহতের দায় নিল না যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের গাজায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণভর্তি বস্তার নিচে চাপা পড়ে হতাহতের ঘটনায় দায় নেননি যুক্তরাষ্ট্র। এ ঘটনায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
গতকাল শুক্রবার গাজা উপত্যকার আল শাতি শরণার্থীশিবিরে এ ঘটনা ঘটে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে গতকাল সন্ধ্যায় এক এক্স বার্তায় বলা হয়, ‘গাজায় মানবিক সহায়তা হিসেবে উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণসামগ্রীর নিচে চাপা পড়ে বেসামরিক মানুষের নিহত হওয়ার খবর আমাদের নজরে এসেছে।
যাঁরা নিহত হয়েছেন, তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা। কিছু প্রতিবেদনের খবরের পরিপ্রেক্ষিতে বলতে হচ্ছে, মার্কিন বাহিনীর ফেলা মানবিক সহায়তায় চাপা পড়ে এ ঘটনা ঘটেনি।’
অবরুদ্ধ গাজাবাসীর জন্য যুক্তরাষ্ট্র, জর্ডান, মিসর, ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডস গতকাল উড়োজাহাজ থেকে ত্রাণসামগ্রী ফেলেছে। এসব ত্রাণের মধ্যে প্রয়োজনীয় খাবার ও চিকিৎসাসামগ্রী রয়েছে।
এদিকে সিএনএনের হাতে আসা এক ভিডিওতে দেখা গেছে, উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের একটি বস্তায় লাগানো প্যারাস্যুটে সমস্যা দেখা দেয়। ফলে সেটি গাজার ফাইরোজ টাওয়ারের কাছে একটি আবাসিক ভবনের দিকে দ্রুতগতিতে নেমে আসে।
হতাহতের ঘটনার সময় সেখানে ছিলেন সাংবাদিক কাদের আল জানুন। তিনি বলেন, কয়েকটি উড়োজাহাজ থেকে আল শাতি শরণার্থীশিবিরে ত্রাণভর্তি বস্তা পড়তে দেখেছিলেন তিনি। তবে কোন দেশের উড়োজাহাজ থেকে সেগুলো ফেলা হয়, তা জানেন না।