রমজানের ‘রহমতের’ ১০ দিনে মসজিদে নববিতে কোটি মানুষের নামাজ আদায়

মসজিদে নববি, মদিনাছবি : ফেরদৌস ফয়সাল

চলছে পবিত্র রমজান মাস। প্রথম ১০ দিন ‘রহমত’ এরই মধ্যে শেষ হয়েছে। এ সময়ে মদিনার মসজিদে নববিতে নামাজ আদায় করেছেন প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ।
মদিনা শহর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রমজানে এখন পর্যন্ত বাইরে থেকে ৬ লাখ ৭৫ হাজার ৯৮৩ জন মুসল্লি মদিনায় গেছেন। এ সময় রোজাদারদের মধ্যে প্রায় ২৩ লাখ ইফতারের প্যাকেট বিতরণ করা হয়েছে। আর জমজমের পানি বিতরণ করা হয়েছে প্রায় ১০ লাখ বোতল।

রমজান উপলক্ষে আগত মুসল্লিদের নানা সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে মসজিদে নববি কর্তৃপক্ষ। নতুন করে সাজানো হয়েছে মসজিদের বিভিন্ন অংশ। মুসল্লিদের জন্য পবিত্র কোরআন ও জমজমের পানির পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। ইফতারসামগ্রী সরবরাহ নিয়েও তৎপরতা দেখানো হচ্ছে পুরোদমে।

এদিকে রমজানে মদিনায় মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাস্তাগুলো যানজটমুক্ত রাখতে মাঠে নেমেছে পুলিশ ও ট্রাফিক বিভাগ। ফলে রমজানের প্রথম ১০ দিনে মসজিদে নববি ও অন্যান্য পবিত্র স্থানগামী রাস্তাঘাটগুলোতে যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পেরেছে বলে জানা গেছে।

রমজানে বিদেশ থেকে সৌদি আরবে আগত মুসল্লিদের সুযোগ-সুবিধা দিতে কাজ করে যাচ্ছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মুহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরসহ অন্যান্য স্থলবন্দর দিয়ে দেশটিতে প্রবেশ করা ব্যক্তিরা যেন কোনো ধরনের বিপত্তিতে না পড়েন, সেদিকে খেয়াল রাখছে তারা।