২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আন্তর্জাতিক মানবিক আইন মানতে ইসরায়েলকে আহ্বান যুক্তরাষ্ট্রসহ ছয় দেশের

ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছে শিশু সন্তান। কাফনের কাপড়ে মোড়া সন্তানের মরদেহ কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা। রোববার গাজার আল–আকসা হাসপাতালের মর্গের সামনে
ছবি: এএফপি

ইসরায়েলকে জোরালো সমর্থন দিয়ে যৌথ বিবৃতি দিয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে আন্তর্জাতিক মানবিক আইন অনুসরণ করতে এবং নাগরিকদের সুরক্ষিত রাখতেও দেশটির প্রতি আহ্বান জানিয়েছে দেশগুলো।

ওই যৌথ বিবৃতিতে দেশগুলোর নেতারা বলেছেন, তাঁরা মধ্যপ্রাচ্যে রাজনৈতিক সংকটের সমাধান ও দীর্ঘস্থায়ী শান্তি চান। ওই অঞ্চলে সহিংসতা নিরসনে প্রধান দেশগুলোর সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার কথাও বলেছেন দেশগুলোর নেতারা।

আরও পড়ুন

এই ছয় দেশ জিম্মি দুই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার হামাসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সব জিম্মিকে অবিলম্বে মুক্তি দিতে আহ্বানও জানিয়েছে দেশগুলো।

গতকাল রোববার রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফোনালাপের উদ্যোগ নেন। ওই ফোনালাপে অংশ নেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

আরও পড়ুন

গতকাল রাতে ফিলিস্তিনের গাজায় শরণার্থীশিবিরে বিমান হামলা চালিয়ে একটি আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। বিধ্বস্ত ভবন থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের বেশির ভাগই নারী ও শিশু। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন। জাবালিয়া শরণার্থীশিবিরের আল-শুহাদা এলাকার ওই ভবনে এ হামলা চালানো হয়।

আরও পড়ুন
আরও পড়ুন