গাজার রাফা–মিসর সীমান্তে গোলাগুলি, এক মিসরীয় সেনা নিহত

গাজা ও মিসরের মধ্যবর্তী রাফা সীমান্তে কয়েকজন সেনারয়টার্স ফাইল ছবি

গাজা উপত্যকা–সংলগ্ন রাফা সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মিসরের সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার মিসরের সেনাবাহিনী এসব তথ্য জানিয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হওয়ার কথাও জানিয়েছে তারা।

গাজা উপত্যকার একেবারে দক্ষিণে রাফা শহরের অবস্থান। এটি মিসর সীমান্তবর্তী এলাকা। ৭ মে থেকে রাফা সীমান্ত এলাকাটি ইসরায়েলি বাহিনীর দখলে আছে।  

গতকাল মিসরের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মিসরীয় সশস্ত্র বাহিনী রাফা সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনাটি নিয়ে তদন্ত করছে। গোলাগুলির ঘটনায় একজন মিসরীয় রক্ষী শহীদ হয়েছেন।’

ইসরায়েলি সেনাবাহিনীও মিসর সীমান্তে গোলাগুলির ঘটনার কথা জানিয়েছে। এ ব্যাপারে মিসরের সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছে তারা।

মিসরের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল কাহেরা নিউজের প্রতিবেদনে বলা হয়, এ গোলাগুলির ঘটনায় প্রাথমিক তদন্তে দেখা গেছে, ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনা কেন্দ্র করে কয়েক জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। মিসরের এক প্রতিরক্ষা কর্মকর্তার বক্তব্যের বরাতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, মিসরের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সুরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছেন এবং গোলাগুলির কারণ জানার চেষ্টা করছেন। 

গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মিসর একই সঙ্গে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে।

১৯৭৯ সালে প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তিতে স্বাক্ষর করে মিসর। তখন থেকে দেশ দুটির সম্পর্ককে ‘শীতল শান্তি’ বলে আখ্যা দেওয়া হয়ে থাকে।

মিসরের আশঙ্কা, গাজায় যুদ্ধের প্রভাব দেশটির ভেতরও ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েলি বাহিনী রাফা সীমান্ত এলাকা দখলে নেওয়ার পর থেকে এ উদ্বেগ আরও জোরালো হয়েছে। রাফা সীমান্তকে গাজায় ত্রাণ সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

অক্টোবরে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ শুরুর পরপরই মিসরের আলেকজান্দ্রিয়া শহরে এক পুলিশ সদস্য একটি ইসরায়েলি পর্যটক দলের ওপর গুলি ছোড়েন। এতে দুই ইসরায়েলি পর্যটক এবং তাঁদের মিসরীয় গাইড নিহত হন।

এর আগে ২০২৩ সালের জুনে ইসরায়েল বলেছিল, এক মিসরীয় পুলিশ সদস্য সীমান্ত পার হয়ে তিন ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন। তবে তখন মিসরের সেনাবাহিনী বলেছিল, মিসরীয় নিরাপত্তা বাহিনীর এক সদস্যের সঙ্গে সংঘর্ষের সময় তিন ইসরায়েলি নিহত হয়েছেন।

তাঁদের দাবি, মাদক চোরাচালানকারীদের তাড়া করতে করতে মিসরীয় নিরাপত্তা বাহিনীর ওই সদস্য সীমান্ত পার হয়েছিলেন।