গাজায় যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর ‘উসকানিমূলক’ বক্তব্য প্রত্যাখ্যান কাতারের

নিজের ঘর, নিজেদের বাড়ির ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে কিছু হয়তো খুঁজছে শিশুরা। পাশে উড়ছে শান্তির প্রতীক সাদা পায়রা। খান ইউনিস, গাজাফাইল ছবি: রয়টার্স

যুদ্ধবিরতি আলোচনায় ‘উভয় পক্ষের সঙ্গে খেলা বন্ধ করা’ দরকার—ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার। দেশটি বলেছে, নেতানিয়াহুর এমন মন্তব্য উসকানিমূলক।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক্স পোস্টে লিখেন, ‘কাতার উসকানিমূলক বক্তব্যকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে... এ ধরনের বক্তব্য রাজনৈতিক ও নৈতিক দায়িত্বের ন্যূনতম মানদণ্ড পূরণে সম্পূর্ণ ব্যর্থ।’

এ বছর জানুয়ারি মাসের শেষের দিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। গত মার্চে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েল আবার গাজায় হামলা শুরু করে। যুদ্ধবিরতির মধ্যস্ততা করে মিসর ও কাতার।

গত মাসের মাঝামাঝিতে এসে জানা যায়, গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েল। এটা নিয়ে আলোচনা চলছে। হামাস রাজি হলে তা বাস্তবায়ন করা হবে।
এদিকে যুদ্ধবিরতি চুক্তিতে যেতে হামাস এখনো তাদের মূল দাবিতে অটল আছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। হামাসের দাবি, গাজায় যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ হতে হবে এবং সেখান থেকে ইসরায়েলের সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে।

নতুন প্রস্তাবে ইসরায়েলের পক্ষ থেকে পরবর্তী পর্যায়ের আলোচনায় হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি, যুদ্ধ–পরবর্তী গাজা পুনর্গঠনে হামাসের কোনো ভূমিকা থাকতে পারবে না।

আরও পড়ুন