ট্রাম্পের গাজা ‘খালি করার প্রস্তাব’ নিয়ে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ: নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে) ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকা ‘খালি করে’ নিয়ন্ত্রণ নিতে এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ।

ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য শীর্ষ মার্কিন কূটনীতিক সৌদি আরবে গেছেন; যদিও আরব দেশগুলো ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেছে।

নেতানিয়াহু গতকাল সোমবার এক বিবৃতিতে বলেন, একটি ভিন্ন গাজা গড়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা নিয়ে তিনি প্রতিশ্রতিবদ্ধ।

ইসরায়েলি এই নেতা আরও প্রতিশ্রুতি দিয়েছেন, ১৫ মাসের যুদ্ধ শেষে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ—কারও হাতেই থাকবে না। এই যুদ্ধে এরই মধ্যে ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেখানে চরম মানবিক সংকট দেখা দিয়েছে।

জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক বৈঠকে গাজার ভবিষ্যৎ নিয়ে ‘ট্রাম্পের সাহসী দৃষ্টিভঙ্গির’ প্রশংসা করার এক দিন পর নেতানিয়াহু এমন মন্তব্য করলেন।

মানবাধিকার সংগঠনগুলো ট্রাম্প প্রশাসনের গাজার নিয়ন্ত্রণ নেওয়া এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে সমালোচনা করছে। এই প্রচেষ্টাকে ‘জাতিগত নির্মূল’ হিসেবেও দেখা হচ্ছে।

আরও পড়ুন
আরও পড়ুন

ট্রাম্পের পরিকল্পনার সমর্থনে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গতকাল একটি ‘বিশেষ দপ্তর’ খোলার ঘোষণা দিয়েছেন। গাজা থেকে যেসব ফিলিস্তিনি ‘স্বেচ্ছায় অন্যত্র যেতে চান’, তাঁদের জন্য কাজ করবে এই দপ্তর।

আরব দেশগুলো ট্রাম্পের এই পরিকল্পনা খারিজ করে দিয়েছে। তবে এ সপ্তাহে মার্কো রুবিওর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফরের আলোচ্যসূচিতে পরিকল্পনাটি রাখা হয়েছে।

গতকালই সৌদি আরবে গেছেন মার্কো রুবিও। রিয়াদে মার্কো রুবিওকে স্বাগত জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। নতুন প্রশাসনে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম মধ্যপ্রাচ্যে সফরে গেলেন তিনি।

আরও পড়ুন
আরও পড়ুন