এফ–৩৫ যুদ্ধবিমান কী, সৌদি কেন কিনতে চায়

জাপানের একটি সংযোজন কারখানায় এফ–৩৫ যুদ্ধবিমান

সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরে একটি বিষয় বেশ গুরুত্ব পাচ্ছে। সেটি হলো, সৌদি অত্যাধুনিক এফ–৩৫ যুদ্ধবিমান কিনতে চায়। তা–ও একটি–দুটি নয়, ৪৮টি। সৌদির এ পরিকল্পনা অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরে দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ–৩৫ যুদ্ধবিমান কিনতে চাইছে। কিন্তু ওয়াশিংটনের আগের প্রশাসনগুলো এ বিষয়ে খুব একটা সায় দেয়নি। বিশ্লেষকদের অনেকের মতে, এর বড় কারণ ইসরায়েলের ঘোরতর আপত্তি।