হামাসের স্থাপনাগুলোয় হামলা চালাচ্ছে ইসরায়েল

ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজার একটি বাড়ি
ছবি: এএফপি

হামাসের স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির অভ্যন্তরীণ প্রতিরক্ষা বাহিনী দ্য ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) এবং দেশটির বিমানবাহিনী এসব হামলা চালাচ্ছে।

গত শনিবার ইসরায়েলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলা চালান গাজার শাসকগোষ্ঠী হামাসের যোদ্ধারা। মাত্র ২০ মিনিটে দেশটিতে ৫ হাজারের বেশি রকেট ছোড়ার কথা জানায় হামাস।

হামাসের হামলায় ইসরায়েলে শনিবার থেকে এ পর্যন্ত নিহত মানুষের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। এর মধ্যে একটি সংগীত উৎসবে অংশ নেওয়া আড়াই শতাধিক মানুষ রয়েছেন। আর একই সময়ে গাজায় ইসরায়েলের বিমান হামলায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শনিবারের হামলার পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী অবরুদ্ধ গাজায় বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে। গতকালও ব্যাপক বিমান হামলা অব্যাহত ছিল। এ ছাড়া ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে পড়া হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াই চলছে দেশটির সেনাদের।

এখন ইসরায়েল বলছে, তারা হামাসের স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) আইডিএফের এক পোস্টে বলা হয়, হামাসের প্রধান স্থাপনাগুলোয় তারা বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে আছে জাবালিয়া অঞ্চলে থাকা একটি স্থাপনা। আইডিএফ বলছে, এ স্থাপনাকে হামাস ‘অভিযান পরিচালনার ক্ষেত্র’ হিসেবে ব্যবহার করে।

হামাসের নৌবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ কাস্তার একটি ভবনও তারা হামলার লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করেছে।

ইসরায়েলের বিমানবাহিনীর (আইএএফ) দেওয়া আরেক এক্স (সাবেক টুইটার) পোস্টে বলা হয়েছে, গতকাল রোববার তারা গাজার ১২০টি স্থানে হামলা চালিয়েছে। সেখানে বলা হয়, গাজার বেইত হানাউন এলাকায় সন্ত্রাসীদের ১২০টি স্থানে হামলা হয়েছে।

ওই পোস্টে আইএএফ আরও জানায়, বেইত হানাউন গাজা এলাকায় হামাসের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে। সেখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে অনেক হামলা হয়েছে। সর্বশেষ দুই দিনেও এখান থেকেই হামলা হয়েছে।

আইএএফের দাবি, তাদের পাল্টা হামলায় ভালো কাজ হয়েছে।