ইসরায়েলের হামলায় গাজায় নিহত বেড়ে ৭ হাজার, প্রায় ৩ হাজার শিশু

ইসরায়েলের হামলায় নিহত শিশু মোহাম্মদের ছবি নিয়ে দখলকৃত পশ্চিম তীরে বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা
ছবি: এএফপি

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত তিন সপ্তাহে গড়িয়েছে। এখনো প্রতিদিন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা বর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। এ সংঘাতের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হলো।

ইসরায়েলি হামলায় গাজায় নিহত বেড়ে ৭ হাজার ২৮ জনে পৌঁছেছে। নিহত ব্যক্তিদের মধ্যে ২ হাজার ৯১৩ শিশু রয়েছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের হামলায় গাজায় প্রায় দুই লাখ বাড়ি আংশিক কিংবা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

গাজার খান ইউনিস এলাকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও পড়ুন

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরাকে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। রপ্তানির অপেক্ষায় থাকা তেলের ট্রাক অবরোধ করছেন তাঁরা। এসব ট্রাক তেল নিয়ে জর্ডানে যাওয়ার কথা ছিল। বিক্ষোভকারীরা বলেছেন, ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্থাপন করা দেশে তেল রপ্তানি করতে দেবেন না তাঁরা।

আরও পড়ুন