নরওয়ের পতাকাবাহী ট্যাংকারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

ফাইল ছবি: রয়টার্স

ইয়েমেন উপকূলের কাছ দিয়ে যাওয়া নরওয়ের পতাকাবাহী একটি ট্যাংকারে হুতি বিদ্রোহীরা ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। আজ মঙ্গলবার হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন।

‘সব ধরনের সতর্কসংকেত উপেক্ষা করায়’ ওই ট্যাংকারে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে দাবি করেছেন ইয়াহিয়া সারি। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সম্প্রতি বলেছিলেন, ইসরায়েলের দিকে যাওয়া সব জাহাজকে লক্ষ্য বানানো হবে, সেটি যে দেশেরই হোক না কেন।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড আজ এক বিবৃতিতে জানিয়েছে, স্ট্রিন্ডা নামের ওই ট্যাংকারে ‘ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে’।

বেসরকারি গোয়েন্দা সংস্থা আমব্রে ও ড্রায়াড গ্লোবাল জানিয়েছে, আরব উপদ্বীপ থেকে পূর্ব আফ্রিকাকে পৃথক করা বাব আল-মান্ডেব প্রণালির কাছে এই হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের হিসাবে, বিশ্বে যত জ্বালানি তেল সাগরপথে পরিবহন করা হয়, তার প্রায় ১০ শতাংশ এই প্রণালি ব্যবহার করে।

স্ট্রিন্ডা ট্যাংকার পরিচালনাকারী সংস্থার প্রধান নির্বাহী গায়ার বেলসনেস হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ট্যাংকারটির সব ক্রু সুস্থ ও নিরাপদ আছেন বলেও জানিয়েছেন তিনি।

মালয়েশিয়া থেকে পাম তেল নিয়ে সুয়েজ খাল হয়ে ইতালি যাচ্ছিল স্ট্রিন্ডা। তবে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি কোনো প্রমাণ না দেখিয়ে দাবি করেছেন, স্ট্রিন্ডা ইসরায়েলে যাচ্ছিল।

লোহিত সাগর দিয়ে যাওয়া বেশ কয়েকটি জাহাজে হামলা করেছে হুতি। ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্রও ছুড়েছে তারা। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেবি হুতির হুমকির বিষয়টি দেখভালের জন্য পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।