বাড়ি ফিরলেও তাঁবুতেই ঠাঁই হবে গাজার বাসিন্দাদের

আল-জাওয়েদা এলাকার অস্থায়ী আশ্রয়শিবিরের তাঁবু গুটিয়ে উত্তর গাজায় নিজ ঘরে ফেরার প্রস্তুতি। উত্তর গাজায় প্রস্তুত করা হয়েছে নতুন তাঁবু। সেখানেই ঠাঁই হবে অনেকের। শুক্রবার গাজার মধ্যাঞ্চলেছবি: এএফপি

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ের অংশ হিসেবে শনিবার আরও চার ইসরায়েলিকে মুক্তি দেবে হামাস। চুক্তি অনুযায়ী, এরপর উত্তর গাজায় ফিরবেন বাসিন্দারা। সেখানে তাঁদের থাকার ব্যবস্থা করতে বৃহস্পতিবার থেকে তাঁবু টানিয়ে আশ্রয়শিবির তৈরি করা হচ্ছে। কারণ, ইসরায়েলি বাহিনী এসব বাসিন্দার বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে।

গাজায় ১৫ মাস ধরে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় অবরুদ্ধ উপত্যকাটি দৃশ্যত বিরান ভূমিতে পরিণত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার উত্তরাংশ। গাজায় জীবনধারণের জন্য অত্যাবশ্যকীয় কোনো কিছু অবশিষ্ট নেই বলে জাতিসংঘ জানিয়েছে।

গাজায় ১৯ জানুয়ারি থেকে প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। চুক্তি অনুযায়ী, ওই দিন তিন ইসরায়েলি নারীকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিপরীতে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পান ৯০ ফিলিস্তিনি নারী ও শিশু।

শনিবার নারী যোদ্ধা, বেসামরিক নাগরিকসহ চার ইসরায়েলিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। বিপরীতে ইসরায়েলের কারাগার থেকে ১৮০ ফিলিস্তিনি মুক্তি পাবেন। প্রথম ধাপের ৪২ দিনের যুদ্ধবিরতিতে মোট ৩৩ ইসরায়েলিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। বিনিময়ে ১ হাজার ৮০০ জনের মতো ফিলিস্তিনি মুক্তি পেতে পারেন।

চার ইসরায়েলিকে মুক্তি দেওয়ার পর শনিবার হাজারো ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরবেন। তাঁদের জন্য সেখানকার বিধ্বস্ত ভবনের পাশের খোলা জায়গায় তাঁবুর আশ্রয়শিবির তৈরির কাজ চলছে।

যুদ্ধের সময় গাজার দক্ষিণাঞ্চলে নিরাপদঘোষিত উপকূলীয় মাওয়াসি এলাকায় আশ্রয় নিয়েছিলেন ওয়ায়েল জুনদিয়ার সন্তানেরা। তাদেরও উত্তর গাজায় ফেরার কথা। সন্তানদের জন্য তাঁবু প্রস্তুত করছেন জুনদিয়া। আক্ষেপ করে তিনি বলেন, ‘আমরা কি এই তাঁবুর স্বপ্ন দেখেছিলাম? এই এক তাঁবুতে ১০ জনকে থাকতে হবে। দক্ষিণ থেকে আসা আমার ছেলেদের জন্য এই তাঁবু। এই জায়গা কি সত্যিই পর্যাপ্ত?’

জুনদিয়া বলেন, ‘শনিবার দক্ষিণাঞ্চল থেকে লোকজন ফিরবেন; গাজা নগরীতে বানের পানির মতো মানুষ ঢুকবেন। তাঁরা কোথায় যাবেন? এই তাঁবুতে ১০০-২০০ জনের ঠাঁই মিলবে। অথচ দক্ষিণাঞ্চল থেকে ফিরবেন ১৫ লাখ মানুষ।’

এদিকে এই যুদ্ধবিরতি কত দিন টিকবে, এ নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে সংশয়ের সৃষ্টি হয়েছে। গাজার জরুরি পরিষেবা বিভাগ বৃহস্পতিবার জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকায় ইসরায়েলি বাহিনীর ট্যাংকের গোলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এ ছাড়া গাজায় ত্রাণ সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে বলে জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) উপনির্বাহী পরিচালক রানিয়া দাগাশ-কামারা। গতকাল শুক্রবার তিনি জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ৪ হাজার ৮০০ ত্রাণের ট্রাক প্রবেশ করেছে।