মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো সাইকস-পাইকট চুক্তি করতে দেওয়া হবে না: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানফাইল ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো সাইকস–পাইকট চুক্তি করতে দেওয়া হবে না। এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের ইস্তাম্বুল শহরে মুসলিম দেশগুলোর এক সম্মেলনে তিনি এ কথা বলেন।

এরদোয়ান বলেন, ‘আমরা আমাদের অঞ্চলে রক্তের বিনিময়ে নতুন একটি সাইকস-পাইকট চুক্তিভিত্তিক ব্যবস্থা গড়ে উঠতে দেব না।’

আরও পড়ুন

১৯১৬ সালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ১৬ মে ইংল্যান্ড ও ফ্রান্স লন্ডনে এক গোপন চুক্তি করে। আনুষ্ঠানিকভাবে এই চুক্তিটি এশিয়া মাইনর চুক্তি হিসেবে পরিচিত। কূটনীতিক মার্ক সাইকস ও ফ্রাঁসোয়া জর্জ পাইকট ছিলেন এর মূল কারিগর। অটোমান সাম্রাজ্যের অংশ ভাগাভাগি করতে এই চুক্তি করা হয়।

আরও পড়ুন

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানি জনগণের দৃঢ়তার ওপর আস্থা প্রকাশ করেন এরদোয়ান। তিনি বলেন, ‘আমাদের কোনো সন্দেহ নেই যে দুর্দশার মুখে ঐক্য এবং সুদীর্ঘ রাষ্ট্রীয় অভিজ্ঞতার মাধ্যমে ইরানের জনগণ এই দিনগুলো অতিক্রম করতে সক্ষম হবে বলে আশা করি।’

আরও পড়ুন