বিশ্বে ইসরায়েলের সেনাবাহিনী সবচেয়ে নীতিবান: নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ফাইল ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধের অভিযোগ উড়িয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরায়েলের সেনাবাহিনী বিশ্বে সবচেয়ে নীতিবান। শনিবার এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শনিবারই ইরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলেন। তাঁর নাম উল্লেখ না করে নেতানিয়াহু বলেন, ‘আমাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলবেন না। আপনি যদি মনে করে আমাদের সেনা সদস্যদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনবেন, তা হবে ভণ্ডামি। আমরা বিশ্বের সবচেয়ে নীতিবান সেনাবাহিনী।’

আরও পড়ুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, তাঁদের সামরিক বাহিনী গাজার বেসামরিক লোকজনের সুরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করছে। এ সময় তিনি পাল্টা অভিযোগ করেন—ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস ‘বেসামরিক মানুষকে মানব ঢাল’ হিসেবে ব্যবহার করে মানবতাবিরোধী অপরাধ করছে।  

আরও পড়ুন

গত ৭ অক্টোবর ইসরায়েলের অতর্কিত রকেট হামলা চালায় হামাস। পাশাপাশি দেশটিতে ঢুকে অনেককে জিম্মি করেন তাঁরা। ইসরায়েল বলছে, এই জিম্মিদের সংখ্যাটা ২২০ জনের বেশি। হামাসের হামলার দিন থেকেই গাজায় উপত্যকায় অব্যাহত বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি উপত্যাকটি অবরোধ করায় চরম মানবেত জীবন কাটাচ্ছেন সেখানের বাসিন্দারা।

শনিবারের সংবাদ সম্মেলনের আগে হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলে নেতানিয়াহু। গাজাকে ‘শয়তানের ঘাঁটি’ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরায়েলি সেনারা হামাসকে নির্মূল করতে এবং জিম্মিদের ফিরিয়ে আনতে গাজায় প্রবেশ করেছেন।

আরও পড়ুন

এদিকে নির্বিচার বোমা বর্ষণের মধ্যে ইসরায়েলের স্থল অভিযান নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বলেছেন, এতে হাজারো বেসামরিক মানুষের মৃত্যু হবে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলের গত ২২ দিনের হামলায় উপত্যকাটিতে ৭ হাজার ৭০৩ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ হাজারের বেশি শিশু।

আরও পড়ুন