সিরিয়ায় আন্তর্জাতিক ফ্লাইট শুরু
সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ মঙ্গলবার আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আবার শুরু হয়েছে। গত মাসে বিদ্রোহীরা দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে উৎখাতের পর দেশটির গুরুত্বপূর্ণ এ বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছিল।
আজ দামেস্ক বিমানবন্দরে কাতার থেকে ফ্লাইটে যাত্রীরা নামার পর সেখানে আনন্দ-উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা যায়। দামেস্ক বিমানবন্দরের পরিচালক আনিস ফালাও বলেন, ‘আজ নতুন করে সবকিছু শুরু হলো। আমরা ফ্লাইট আগমন ও বহির্গমন শুরু করেছি।’ দামেস্ক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট গেছে সংযুক্ত আরব আমিরাতের শারজায়। গতকাল স্থানীয় সময় বেলা একটার দিকে কাতারের একটি বাণিজ্যিক ফ্লাইট দামেস্ক বিমানবন্দরে অবতরণ করে।
গত রোববার ফ্লাইট চালুর বিষয়টি জানিয়ে সিরিয়ার বেসামরিক বিমান চলাচল ও পরিবহন কর্তৃপক্ষের প্রধান আশহাদ আল-সালিবি জানান, রাজধানী দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরে ফ্লাইট চালুর কাজ শুরু হয়েছে। এ দুটির বন্দর আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার জন্য প্রস্তুত হয়েছে।
এদিকে বাশার সরকারের পতনের পর সিরিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার শাসনকাজ যেন চলমান থাকে এবং দেশটির জরুরি সেবাগুলো যেন বাধাপ্রাপ্ত না হয়, সে জন্য আগামী ছয় মাস নিষেধাজ্ঞাগুলো স্থগিত থাকবে। যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর গত সোমবার এমন ঘোষণা দিয়েছে।
দপ্তরের উপমন্ত্রী ওয়ালি অ্যাডেয়েমো বলেছেন, রাশিয়া ও ইরানের সমর্থন পাওয়া বাশার আল-আসাদের নৃশংস ও নিপীড়নমূলক শাসনের পতন হওয়ার পর সিরিয়া ও দেশটির মানুষের সামনে সবকিছু নতুনভাবে গড়ে তোলার সুবর্ণ সুযোগ এসেছে। পরিবর্তনের এই সময়ে সিরিয়ায় মানবিক সহায়তা ও দায়িত্বশীল শাসনের প্রতি সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের আরোপ করা নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের জন্য দেনদরবার করছে সিরিয়ার ইসলামপন্থী অন্তর্বর্তী সরকার। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে দ্বিধায় রয়েছে যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলো। তাদের ভাষ্য, নতুন সরকার কীভাবে ক্ষমতার ব্যবহার করছে, তা দেখার পরই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি ভাববে তারা।