ছবিতে স্বৈরশাসক আসাদের পলায়নে সিরিয়াবাসীর উল্লাস
বিদ্রোহী যোদ্ধারা যখন রাজধানী দামেস্কে ঢুকছিলেন, ঠিক তখন ব্যক্তিগত উড়োজাহাজে দেশ থেকে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদ। টানা ২৪ বছর ক্ষমতায় ছিলেন তিনি। এর মধ্য দিয়ে দেশটিতে ৫৩ বছরের আসাদ পরিবারের শাসনের অবসান হয়েছে। দামেস্কের আগে আলেপ্পো, হোমসসহ কয়েকটি বড় শহরের নিয়ন্ত্রণ নেন বিদ্রোহীরা। স্বৈরশাসক আসাদের পতনের জেরে আজ রোববার (৮ ডিসেম্বর) রাজপথে নেমে এসে উল্লাসে মেতে ওঠেন সিরিয়াবাসী। সেই দৃশ্য ফুটে উঠেছে এএফপির ছবিতে—
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮