ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ৩ ফিলিস্তিনি নিহত

ঘটনাস্থল পরিদর্শন করছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ২৫ জুলাই
ছবি: এএফপি

ফিলিস্তিনের পশ্চিম তীরে গতকাল মঙ্গলবার ইসরায়েলি সেনাদের হাতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের শুরু থেকে ওই ভূখণ্ডে সহিংসতায় সর্বশেষ মৃত্যুর ঘটনা এটি। মন্ত্রণালয় আরও জানায়, নাবলুসে ইসরায়েলি বুলেটে এই তিন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তাঁদের পরিচয় এখনো জানা যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, নাবলুসের পার্শ্ববর্তী এলাকায় একটি গাড়ি থেকে তাঁদের সেনাদের ওপর গুলি চালান তিনজন সশস্ত্র যুবক এবং সেনারা তাঁদের নিষ্ক্রিয় করতে পাল্টা গুলি চালান।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সেনারা সেখান থেকে এম–১৬ রাইফেল, একটি বন্দুক, কার্তুজসহ বেশ কিছু সামরিক অস্ত্র উদ্ধার করেছে।

ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেন, গতকালের এ হত্যাকাণ্ড যুদ্ধাপরাধের শামিল। তিনি এক বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলের অপরাধের কাছে আমাদের জনগণ নতজানু হবে না এবং তাদের এসব অপরাধ কারও জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতা বয়ে আনবে না।’

১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের মধ্য দিয়ে ইসরায়েল পশ্চিম তীর দখল করে।

গত বছরের শুরু থেকেই এই অঞ্চলে সহিংসতা চলছে। এখানে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ফিলিস্তিনিদের আক্রমণের পাশাপাশি ফিলিস্তিনি সম্প্রদায়ের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা চালাতে দেখা গেছে।

চলতি বছর ইসরায়েলি ও ফিলিস্তিনি সংঘর্ষে অন্তত ২০১ জন ফিলিস্তিনি ও ২৭ জন ইসরায়েলি, ১ জন ইউক্রেনীয় ও ১ জন ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। দুই পক্ষের কাছ থেকে তথ্য নিয়ে এএফপি এ তালিকা তৈরি করেছে।