ইরানে বিক্ষোভে ২০০০ মানুষ নিহত
ইরানে দুই সপ্তাহের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন বলে মঙ্গলবার দেশটির এক সরকারি কর্মকর্তা জানান। তিনি মৃত্যুর জন্য 'সন্ত্রাসীদের' দায়ী করলেও নিহতদের মধ্যে সাধারণ মানুষ বা নিরাপত্তা বাহিনীর সদস্যের সুনির্দিষ্ট তথ্য দেননি। অর্থনৈতিক সংকট থেকে সৃষ্ট এই অস্থিরতাকে কর্তৃপক্ষ গত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে।