ইরানের নির্বাসিত ‘যুবরাজ’ কে এই রেজা

ইসরায়েলের মন্ত্রী গিলা গামলিলের সঙ্গে ইরানের ক্ষমতাচ্যুত শাসক শাহর ছেলে রেজা পাহলভি। ইসরায়েলের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। ১৭ এপ্রিল ২০২৩, জেরুজালেম

যুক্তরাষ্ট্রে দশকের পর দশক ধরে নির্বাসনে থাকা ইরানের সবচেয়ে পরিচিত রাজনৈতিক মুখের নাম রেজা পাহলভি। যুদ্ধবিমানের সাবেক এই চালক দীর্ঘদিন ধরে ইরানে শান্তিপূর্ণ প্রতিরোধ এবং ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের জন্য আহ্বান জানিয়ে আসছিলেন। কিন্তু ইরানের ক্ষমতাচ্যুত সর্বশেষ শাহর এই ছেলে সম্প্রতি নিজের আহ্বানে নাটকীয় পরিবর্তন এনেছেন। তিনি গত সপ্তাহান্তে বিক্ষোভকারীদের ইরান শহরের কেন্দ্রস্থল নিয়ন্ত্রণে নেওয়ার ডাক দেন।