ইসরায়েলে আগাম নির্বাচন দেওয়ার আহ্বান মার্কিন সিনেটরের

মার্কিন সিনেটর চাক শুমারফাইল ছবি: রয়টার্স

মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার ইসরায়েলে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশের পরিবর্তে নিজে ‘রাজনৈতিকভাবে টিকে থাকাকে’ অগ্রাধিকার দিয়েছেন বলে অভিযোগ করেছেন চাক শুমার। তিনি বলেছেন, নেতানিয়াহু ‘লক্ষচ্যুত হয়েছেন’।

গত বুধবার মার্কিন সিনেটে এসব কথা বলেন চাক শুমার। তিনি সতর্ক করে বলেন, গাজায় বিপুলসংখ্যক বেসামরিক জনগণ হতাহত হওয়ার কারণে ইসরায়েল মিত্রদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। পাশাপাশি বিশ্বব্যাপী ‘একঘরে’ হওয়ার ঝুঁকিতেও রয়েছে ইসরায়েল।

গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এতে ১ হাজার ২০০ মানুষ নিহত হন। জিম্মি করা হয় ২৫৩ জনকে। এরপর থেকে গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিশ্বের বিভিন্ন দেশের অনুরোধ সত্ত্বেও থামছে না তারা। পবিত্র রমজানেও বন্ধ নেই তাদের ধংসযজ্ঞ। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

গাজার নিরীহ জনগণের ওপর নির্বিচার হামলা নিয়ে প্রথমবারের মতো কঠোর সমালোচনা করলেন কোনো মার্কিন রাজনীতিবিদ। এই হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর প্রশাসন ইসরায়েলের সমালোচনা করা থেকে বিরত থেকেছে। কিন্তু চাক শুমার ইসরায়েলের পরীক্ষিত সমর্থক হলেও এবার তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করলেন।

চাক শুমার বলেন, ইসরায়েলকে অবশ্যই তার নীতি পাল্টাতে হবে। পাশাপাশি গাজার নিরপরাধ বেসমারিক জনগণকে রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মার্কিন প্রভাবশালী সিনেটর বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ইসরায়েলের নিজস্ব নেতা বেছে নেওয়ার অধিকার রয়েছে। ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক হওয়া দরকার। আমার মতে একটি নির্বাচনের মাধ্যমেই সেটি সবচেয়ে ভালভাবে সম্পন্ন করা যাবে।’

২০২৬ সালের অক্টোবরে ইসরায়েলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু চাক শুমার তার প্রায় দুই বছর আগেই দেশটিতে নির্বাচন দেওয়ার আহ্বান জানালেন।