২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পাল্টা হামলা তো মাত্র শুরু: নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনির গাজা উপত্যকায় ইসরায়েলের পাল্টা হামলা মাত্র শুরু হয়েছে। গত শনিবার ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা চালায়। ওই দিনই গাজায় পাল্টা আক্রমণ করে ইসরায়েল। পাল্টাপাল্টি হামলায় আড়াই হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এর মধ্যে স্থানীয় সময় শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নেতানিয়াহু এসব কথা বলেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই জানে আমরা জন্মভূমির জন্য সিংহের মতো লড়াই করছি। আমরা হামাসের হামলার ঘটনা কখনোই ভুলব না। আমরা তাদের ওপর এমন হামলা চালাবো, যা তারা কখনোই ভাবতে পারেনি।’

আরও পড়ুন

পাল্টা হামলা জোরদার করা নিয়ে টেলিভিশনে দেওয়া ভাষণে বেনিয়ামিন নেতানিয়াহু আরও বলেন, ‘আমরা হামাসকে ধ্বংস করে দেব। আমরা জয়ী হব, তবে এ জন্য কিছুটা সময় লাগতে পারে।’

আরও পড়ুন

গত শনিবার হামাসের হামলায় ইসরায়েলে বিদেশি নাগরিকসহ ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। আহত ৩ হাজারের বেশি। অপরদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় ১ হাজার ৫৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত সাড়ে ছয় হাজারের বেশি। এই হামলা এখনো অব্যাহত আছে।

আরও পড়ুন