গাজায় ইসরায়েলি হামলায় আরেক সাংবাদিক নিহত, সংখ্যা বেড়ে দাঁড়াল ২২৭
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও এক সাংবাদিক ও তিনজন প্যারামেডিক নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে উপত্যকাটিতে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত মোট ২২৭ সাংবাদিক নিহত হওয়ার খবর জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর।
গাজা নগরে সর্বশেষ নিহত সাংবাদিকের নাম মোয়ামেন মোহাম্মদ আবু আল–আউফ। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি ফটোসাংবাদিকের কাজ করতেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা শুরুর পর থেকে সেখানে এ পর্যন্ত ২২৭ সাংবাদিক নিহত হয়েছেন।
দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনি সাংবাদিকদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু বানানো ও হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় হামাস। নিহত হন ১ হাজার ১০০ জনের বেশি। ইসরায়েল থেকে প্রায় ২০০ মানুষকে বন্দী করে গাজায় আনা হয়।
এ হামলার জবাবে ওই দিনই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এর পর থেকে গাজায় এ পর্যন্ত ৫৪ হাজার ৯২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৬১৫ জন। এ তথ্য হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের।