বাগ্‌দত্তা পরীক্ষায় ফেল করবে ভেবে স্কুলে আগুন

আগুন
প্রতীকী ছবি

মিসরে বাগ্‌দত্তার স্কুলে আগুন দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আবুধাবিভিত্তিক দ্য ন্যাশনাল পত্রিকার বরাত দিয়ে ভারতের এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, স্কুলটি মিসরের ঘারবিয়া গভর্নোরেট এলাকায় অবস্থিত।

দেশটির প্রসিকিউটর জেনারেল জানিয়েছেন, স্কুলে আগুন দেওয়া যুবককে মিসরের রাজধানী কায়রোর উত্তরের মেনোফিয়া প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। মেনোফিয়া প্রদেশটি ঘারবিয়ার কাছের এলাকা।

গ্রেপ্তার যুবকের বয়স ২১ বছর। গ্রেপ্তারের পর তাঁকে কারাগারে পাঠানো হয়, তবে এই ঘটনার তদন্ত এখনো শেষ হয়নি।

গ্রেপ্তারের পর যুবক পুলিশের কাছে বলেন, তাঁর বাগ্‌দত্তা চলতি বছর পরীক্ষায় ফেল করবেন বলে তিনি আশঙ্কা করছিলেন। তাঁর বাগ্‌দত্তা যদি এ বছর পরীক্ষায় ফেল করেন, তাহলে তাঁকে আরও এক শিক্ষাবর্ষে পড়তে হবে। তেমনটা হলে তাঁর বিয়ে স্থগিত হয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা করছিলেন। তাই তিনি তাঁর বাগ্‌দত্তার স্কুলের কন্ট্রোল রুমে আগুন ধরিয়ে দেন।

স্কুলে লাগানো আগুন দ্রুত নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের ঘটনায় কেউ হতাহত হননি বলে জানায় পুলিশ। তবে আগুনে স্কুলের অধ্যক্ষের কার্যালয় ও কেন্দ্রীয় প্রশাসনিক ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রসিকিউশনের বিবৃতি অনুযায়ী, আগুনে স্কুলের কিছু ছাত্রের রেকর্ড পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, স্কুলের কন্ট্রোল রুমে আগুন দেওয়ার পর যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তিনি তাঁর গ্রামের পাশে কোথাও লুকিয়েছিলেন।

কিছু লোক আগুন দেখতে পান। তাঁরা স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তাঁরা আগুন লাগানো যুবক সম্পর্কেও জানান।

যথাযথ আদালতকে পরিস্থিতি সম্পর্কে অবহিত না করা পর্যন্ত যুবককে হেফাজতে রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।