লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করল ইসরায়েল

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক কমান্ডার বিশাম হাসান তাবিল ওরফে জাওয়াদছবি: এএফপি

লেবাননে হামলা চালিয়ে এবার হিজবুল্লাহর শীর্ষস্থানীয় একজন কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল। বিশাম হাসান তাবিল ওরফে জাওয়াদ নামের ওই কমান্ডার লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি হামলার ক্ষেত্রে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করছিলেন।

নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে লেবাননের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা সোমবার এএফপিকে এসব তথ্য জানিয়েছেন। তাঁর দেওয়া তথ্যমতে, লেবাননের দক্ষিণাঞ্চলে ওই কমান্ডারের গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।

লেবাননের ওই কর্মকর্তা জানান, নিহত কমান্ডার ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর শীর্ষস্থানীয় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর প্রায় প্রতিদিন লেবাননের সীমান্ত থেকে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনাবাহিনীর পাল্টাপাল্টি গোলাগুলি চলছে। এই তিন মাস ধরে সীমান্তবর্তী এলাকায় এই সংঘর্ষে লেবাননে হিজবুল্লাহর ১৩৫ যোদ্ধাসহ ১৮০ জনের বেশি নিহত হয়েছেন। অপর দিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে দেশটির নয়জন সেনাসদস্য ও অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহর সঙ্গে সামরিক কমান্ডার বিশাম হাসান তাবিল ওরফে জাওয়াদ
ছবি: এএফপি

এর মধ্যে গত সপ্তাহে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের ড্রোন হামলায় হামাসের উপপ্রধান সালেহ আল–আরৌরি নিহত হওয়ার পর সংঘর্ষ আঞ্চলিক রূপ নেওয়ার শঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতিতে লেবাননে আবার হামলা চালিয়ে হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করল ইসরায়েল।