গাজায় আশ্রয়শিবিরে ইসরায়েলের হামলায় নিহত ৫১

গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি এলাকা
ছবি: রয়টার্স ফাইল ছবি

গাজায় মাগাজি আশ্রয়শিবিরে ইসরায়েলের বোমা হামলায় ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই নারী ও শিশু। গতকাল শনিবার রাতে হওয়া এ হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। তবে ওয়াফার এ প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।

এ ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর বক্তব্য জানারও চেষ্টা করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।

গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা বলেন, হামলায় অনেক মানুষ নিহত হয়েছেন। তবে নিহত ব্যক্তির সংখ্যা ঠিক কত, তা সুনির্দিষ্ট করে উল্লেখ করেননি তিনি।

আল কিদরা আরও বলেন, হাসপাতালের জরুরি ওয়ার্ডে আর জায়গা না থাকায় গুরুতর আহত কয়েকজনকে মেঝেতে শুইয়ে চিকিৎসা দিতে হচ্ছে।

আরও পড়ুন

গাজা উপত্যকার মধ্যাঞ্চলে দেইর আল বালাহ এলাকায় মাগাজির অবস্থান।
ইসরায়েল বলছে, তারা শুধু হামাসকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানো হয়নি। হামাসকে জঙ্গি হিসেবে উল্লেখ করে ইসরায়েল অভিযোগ করেছে, স্থানীয় বাসিন্দাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ওই দিন থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে।
ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।