ইসরায়েলি বিমান হামলায় কেঁপে উঠল বৈরুত, নিহত অন্তত ৪

ইসরায়েলের বোমার আঘাতে বাড়িগুলো এখন ধ্বংসস্তূপ। সেখানে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করছেন এক নারী। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠেফাইল ছবি: এএফপি

লেবাননের রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ শনিবার এই হামলা চালানো হয় বলে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে। হামলায় চারজন নিহতের খবর পাওয়া গেছে।

ইরানপন্থী হিজবুল্লাহর সম্প্রচারমাধ্যম আল-মানার জানায়, বৈরুতের উপকণ্ঠে বাস্তা এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আহতের সংখ্যা ২৩। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানানো হয়েছে।

আরও পড়ুন

লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার খবর, বিমান হামলায় আটতলা একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা না জানালেও বলা হয়েছে, সংখ্যাটি বেশ বড়।

লেবাননের সংবাদমাধ্যম আল-জাদেদ হামলার পরের একটি ভিডিও ফুটেজ সম্প্রচার করেছে। এতে একটি ভবন ধ্বংস হয়ে যেতে এবং আশপাশের আরও কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হতে দেখা যায়।

আরও পড়ুন

বৈরুতের মধ্যাঞ্চলে এ সপ্তাহে এটি চতুর্থ ইসরায়েলি বিমান হামলার ঘটনা। গত শনিবার বৈরুতের মধ্যাঞ্চলের রাস আল-নাবা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর গণমাধ্যম শাখার একজন কর্মকর্তা নিহত হন।

এ ছাড়া দেশটির দক্ষিণাঞ্চলের হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত এলাকাগুলোয় কয়েক মাস ধরে জোর হামলা চালাচ্ছে ইসরায়েল। বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হামলা চালিয়ে হিজবুল্লাহর বেশ কয়েকজন নেতাকে হত্যা করেছে ইসরায়েল।

আরও পড়ুন