মোহাম্মদ বিন সালমান
ছবি: এএফপি ফাইল ছবি

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নতুন একটি জাতীয় বিমান সংস্থা গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। নতুন এ সংস্থার নাম রিয়াদ এয়ার। বিমানশিল্পের পরিচিত মুখ টনি ডগলাস এ সংস্থার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন। গতকাল রোববার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এসব ঘোষণা দিয়েছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ২০৩০ সাল নাগাদ রিয়াদ এয়ার বিশ্বজুড়ে ১০০টির বেশি গন্তব্যে সেবা দেবে। নতুন বিমান সংস্থাটির মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুই লাখের বেশি কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

রিয়াদ এয়ার পুরোপুরিভাবে সৌদি আরবের নিজস্ব তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) মাধ্যমে পরিচালিত হবে। পিআইএফের অধীন ৬০ হাজার কোটি ডলার মূল্যের সম্পদ আছে। শুধু তেল বিক্রির ওপর নির্ভর না করে সৌদি আরবের অর্থনীতিকে বৈচিত্র্যপূর্ণ করে তুলতে এ তহবিল ব্যবহার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র বলছে, গত বছরের অক্টোবরে সৌদি আরব প্রায় ৪০টি এ৩৫০ উড়োজাহাজ কেনার ব্যাপারে এয়ারবাসের সঙ্গে আলোচনা করেছে। বোয়িং কোম্পানিও সৌদি আরবের কাছে উড়োজাহাজ বিক্রির জন্য তদবির চালাচ্ছে।

একই সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের (সৌদিয়া) প্রধান রয়টার্সকে বলেন, নিজেদের জন্য এবং প্রস্তাবিত বিমান সংস্থার জন্য বোয়িং ও এয়ারবাস কেনার ব্যাপারে আলোচনা চলছে।