সোমালিয়ায় হামলায় আমিরাত ও বাহরাইনের চার সেনাসদস্য নিহত

কুচকাওয়াজ করছে সোমালিয়ার সেনাবাহিনীর একদল সদস্য, ১২ এপ্রিল, ২০২২ছবি: এএফপি

সোমালিয়ায় এক হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের তিন সৈনিক এবং বাহরাইনের একজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁরা সোমালিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে নিযুক্ত ছিলেন। গতকাল শনিবার সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

খুদে ব্লগ লেখার সাইট ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় লিখেছে, ওই সেনারা সোমালি সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তোলার দায়িত্ব পালনের সময় ‘সন্ত্রাসী হামলার’ কবলে পড়েন।

মন্ত্রণালয় বলেছে, এই হামলায় আরও দুজন আহত হয়েছেন। তবে তারা এ ব্যাপারে বিস্তারিত জানায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, সংযুক্ত আরব আমিরাত এ জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্তের জন্য সোমালি সরকারকে সহযোগিতা করছে।

সোমালি সংবাদ সংস্থা এসওএনএনএর প্রতিবেদনে বলা হয়, রাজধানী মোগাদিসুর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলাটি করা হয়েছে। এই ঘটনায় সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ সংযুক্ত আরব আমিরাতের জনগণ ও সরকারের প্রতি সমবেদনা জানিয়েছেন।  হামলার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

সংযুক্ত আরব আমিরাত ও সোমালিয়ায় সশস্ত্র ইসলামপন্থী গোষ্ঠী আল-শাবাব বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে থাকে। ২০২৩ সালের জানুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরাত ও সোমালিয়ার মধ্যে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা-সংক্রান্ত একটি চুক্তি হয়।