কে এই নার্গিস মোহাম্মদি

নার্গিস মোহাম্মদি
ছবি: এএফপি

চলতি বছর শান্তিতে নোবেল পেয়েছেন ইরানের খ্যাতিমান মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি। দেশটিতে নারী নিপীড়নের বিরুদ্ধে তাঁর লড়াইয়ের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়। নোবেল কমিটির প্রধান তাঁকে একজন ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে অভিহিত করেছেন।

২০১০ সাল থেকে কারাগারেই কাটছে নার্গিসের দিন। বন্দিদশা থেকেই তিনি নারীদের ওপর নিপীড়নের বিষয়টি সামনে আনার লড়াই চালিয়ে গেছেন। তিনি ২০০৩ সালে শান্তিতে নোবেলজয়ী আরেক ইরানি নারী শিরিন এবাদির গড়া মানবাধিকার সংস্থা ডিফেন্ডারস অব হিউম্যান রাইটস সেন্টারের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন।

এই মানবাধিকারকর্মীর স্বামী একজন রাজনৈতিক অধিকারকর্মী। দুই সন্তান নিয়ে তিনি বিদেশে নির্বাসিত জীবন যাপন করছেন।

৫১ বছর বয়সী নার্গিস এখন পর্যন্ত ১৩ বার গ্রেপ্তার হয়েছেন। পাঁচবার দোষী সাব্যস্ত হওয়া এই মানবাধিকারকর্মীকে ৩১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ‘রাষ্ট্রবিরোধী প্রচারের’ দায়ে কারাভোগ করছেন।

তেহরানের কুখ্যাত এভিন কারাগারে আছেন নার্গিস। গত বছর সেখান থেকে পাঠানো এক চিঠিতে সরকারবিরোধী বিক্ষোভের ঘটনায় আটক নারীরা কীভাবে যৌন ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন, তার বিস্তারিত তুলে ধরেছিলেন তিনি।

গত বছরের সেপ্টেম্বরে কঠোর ‘পোশাকবিধি’ না মানার অভিযোগে রাজধানী তেহরানে কুর্দি তরুণী মাসা আমিনিকে আটক করেছিল নীতি পুলিশ। এরপর তাদের হেফাজতে মাসার মৃত্যু হলে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

আজ শুক্রবার পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটির প্রধান বেরিত রেইস-অ্যান্ডারসেন বলেন, নারীদের প্রতি বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি (নার্গিস)। বেরিত আরও বলেন, ‘আমি যখন এই পুরস্কার ঘোষণা করছি, তখন তিনি কারাগারেই আছেন।’

অভিনন্দন শিরিন এবাদির

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নার্গিসকে অভিনন্দন জানিয়েছেন শিরিন এবাদি। গতকাল স্বদেশি এই নোবেলজয়ী বলেন, নার্গিসকে চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করায় ইরানের নারীরা গণতান্ত্রিক ও সমানাধিকার পাবেন বলে তিনি আশা করছেন।

শিরিন এবাদি বলেন, ‘এই পুরস্কারের জন্য নার্গিস মোহাম্মদি ও সব ইরানি নারীকে আমি অভিনন্দন জানাচ্ছি। এই পুরস্কার ইসলামিক রিপাবলিক অব ইরানে সংঘটিত নারী অধিকার লঙ্ঘনের বিষয়টিকে সামনে আনবে। দুর্ভাগ্যজনকভাবে প্রমাণিত হয়েছে যে এই ব্যবস্থার সংস্কার করা যাবে না।’

এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য প্রার্থী ছিলেন ৩৫১ জন, নোবেল পুরস্কারের ১২০ বছরের বেশি সময়ের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ। নার্গিসকে নিয়ে এ পর্যন্ত ১৯ নারী নোবেল পুরস্কার পেলেন।